• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

রাজাপুরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপিত

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৯  

রাজাপুর প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে উপজেলা প্রশাসন এর আয়োজনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। প্রত্যুষে রাজাপুর থানা প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় বিজয় দিবসের কর্মসূচি। ভোরে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধাসরকারি, বেসরকারি ও স্বায়িত্বশাসিত ভবন সমুহে জাতীয় পতাকা উত্তোলন এবং উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ, আওয়ামী লীগ ও  সহযোগী সংগঠন, বিএনপি ও অঙ্গ সংগঠন, জাকের পার্টি, উপজেলা বিএমএসএফ, রাজাপুর প্রেসক্লাব সহ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠন রাজাপুর কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর সকাল ৮ টায় উপজেলা অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর সকাল সাড়ে ৮ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও বীরমুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বর্নাঢ্য কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শন ও ক্রীড়া অনুষ্ঠান সহ পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়। এ ছাড়াও মসজিদ, মাদ্রাসা, মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়। এরপরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ এতিমখানা সমুহে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে। বিকেলে রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রীতি ফুটবল ও ভলিবল খেলা ও পুরস্কার প্রদান করা হয়েছে। সন্ধ্যা ৬ ঘটিকায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান এবং মুক্তিযুদ্ধভিত্তিক প্রামান্য চলচিত্র প্রদর্শন করা হয়েছে।

 

ঝালকাঠি আজকাল