• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

রাজাপুরে প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক সভা

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৯ আগস্ট ২০১৯  

রাজাপুর প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গু  প্রতিরোধে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এর যৌথ আয়োজনে উপজেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসব সভায় স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারি শিক্ষক সহ শিক্ষার্থীদের সাথে ডেঙ্গু প্রতিরোধ সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি অধ্যক্ষ মনিরউজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ ইমরান শাহারীয়ার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মামুন-অর-রশিদ সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভা শেষে উপজেলা সদরের প্রতিটি বাসা বাড়িতে গিয়ে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশা নিধন সম্পর্কে সচেতন করা, জ্বর হলে কি করতে হবে, কিভাবে চিকিৎসা করবে সে সম্পর্কে পরামর্শ দেয়ার জন্য ঐ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উৎসাহ দেন। পরে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যায়। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের নোংরা আবর্জনা পরিবেশ দেখে তারা  অসন্তোস প্রকাশ করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোঃ মাহবুবর রহমানকে এ সকল নোংরা আবর্জনা খুব দ্রুত পরিস্কার পরিচ্ছন্ন করার পরার্মশ দেন।

 

ঝালকাঠি আজকাল