• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

রাজাপুরে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে দুঃস্থদের মাঝ চেক বিতরণ

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৭ আগস্ট ২০১৯  


ঝালকাঠির রাজাপুরে বাংলাদেশ আওয়ামীলীগ এর সভানেত্রী ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ত্রান তহবিল থেকে অসহায়-দুঃস্থদের মাঝে চিকিৎসার জন্য সহায়তার চেক বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার শেখ রাসেল স্মৃতি সংসদ এর আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা মিলন কেন্দ্রে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক এ্যাড. এএইচ এম খায়রুল আলম সরফরাজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন বাংলাদেশ আ.লীগ কেন্দ্রীয় উপ-কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সহ সম্পাদক মনিরুজ্জামান মনির। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মনিরুজ্জামান মনির বলেন, ‘গত দশ বছরে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে দলমত নির্বিশেষে রাজাপুর ও কাঠালিয়ার অসহায় ও দুঃস্থ মানুষদের চিকিৎসা সহায়তার জন্য প্রায় তিন কোটি টাকার চেক প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও প্রধানমন্ত্রীর তরফ থেকে অসহায় মানুষের জন্য এ সহযোগীতা অব্যাহত থাকবে। তিনি সুবিধাভুগী ও উপস্থিত সকলের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়েছেনে যেন তিনি সুস্থ থেকে বাংলার মানুষের সেবা করে যেতে পারেন’। উপজেলা আ.লীগ এর সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন মাতুব্বর এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগ এর তথ্য ও গবেষনা বিষয় সম্পাদক মেজবাহ উদ্দিন মাসুদ সিকদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, রাজাপুর প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীন সাংবাদিক আব্দুল বারেক ফরাজী, তালুকদার নজরুল ইসলাম স্বপন, সফিকুল ইসলাম ডেজলিং তালুকদার, নাসির উদ্দিন মৃধা ও মোঃ জাকির হোসেন সহ আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ১৬ জন অসহায়-দুঃস্থ ব্যক্তির মাঝে ৬ লক্ষ পঞ্চাশ হাজার টাকার চেক বিতরণ করা হয়। 
 

ঝালকাঠি আজকাল