• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

রাজাপুরে প্রধানমন্ত্রীর উপহার ঘর পাচ্ছেন ৪৬টি ভূমিহীন পরিবার

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২১  

ঝালকাঠি প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ঝালকাঠি রাজাপুরে দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর পেলেন ৪৬টি ভূমিহীন পরিবার। মাননীয় প্রধানমন্ত্রী এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের ধারাবাহিকতায় ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার কৈবর্তখালীর গুচ্ছ গ্রামের ৪৬টি ঘর গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করা হয়। রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী অফিসার মো. মোক্তার হোসেন, উপজেলা সহকারী ভূমি কমিশনার অনুজা মন্ডল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু ও ৩ নং রাজাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন মজিবুর মৃধাসহ ্র ইউপি সদস্য গন উপস্থিত থেকে গৃহহীন পরিবারের মাঝে লাটারির মাধ্যমে ঘর গুলো হস্তান্তর করেন।

রাজাপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গৃহহীন দের মাঝে ৪৬ ঘর গুলো হস্তান্তর করা হয়। রাজাপু বাজার, কলেজ রোড, চর রাজাপুরে ১৫ টি,দক্ষিন রাজাপুরে ৬ টি,পূর্ব রাজাপুরের ১১ টি,কৈবর্ত খালীর ৭টি,ফুলহার গ্রামে৪ টি, আলগী আঙ্গারিয়া ও মনোহরপুর গ্রামের ১ টি করে গৃহহীন পরিবার ঘর পায়। এ সময় গৃহহীন পরিবার গুলো ঘর পেয়ে আনন্দ আত্যহারা হয়ে পরে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে।

ঝালকাঠি আজকাল