• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

রাজাপুরে প্রতারক চক্রের ৮ সদস্য আটক

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২০  

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরের বাইপাস মোড়ের একটি বাড়ি থেকে সিমানা পিলার সদৃশ্য একটি বস্তুসহ প্রতারক চক্রের ৮ সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলা সদরের ঐ এলাকার  ইদ্রিস খন্দকারের বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের সাথে থাকা একটি মাইক্রোবাস, একটি সিমানা পিলারসদৃশ্য একটি বস্তু, নয়টি মোবাইল ফোন জব্দ করেন রাজাপুর থানা পুলিশ।

আটককৃতরা হলো হলো বাড়ির মালিক উপজেলার সদরের মৃত হাজী ইসাহাগ খন্দকারের পুত্র মোঃ ইদ্রিস খন্দকার, আঙ্গারিয়া গ্রামের সাহেব আলীর পুত্র মোঃ নজরুল ইসলাম (৪০), চট্টগ্রাম জেলার বাকুলিয়া থানা সদরের মোহাম্মদ হোসাইনের পুত্র মোঃ শহিদ বিন হোসাইন (৫৩), বরিশাল জেলার হিজলা থানার পত্তনীভাঙ্গা গ্রামের নুরুল ইসলামের পুত্র মোঃ মাহাতাব উদ্দিন (৫৭), গাজীপুর সদর থানার ভবানীপুর এলাকার মৃত ফয়েজ উদ্দিনের পুত্র মোঃ মিজানুর রহমান (৪৫), ভোলার বোরহার উদ্দিন থানার মধ্যমতলী গ্রামের ইদ্রীস মাস্টারের পুত্র মোঃ মহিউদ্দিন (৪১), ঢাকা দক্ষিন খানের মোল্লার টেকের মৃত জাকির উদ্দিনের পুত্র মো. রতন উদ্দিন (৪৫) ভোলার লালমোহন থানার চরনিউলো গ্রামের মৃত তাজেম আলী হাওলাদারের পুত্র মোঃ মেহেদী হাসান (৩৩)।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বলেন, বাইপাসমোড়ের খন্দকার বাড়িতে পিলার চোরাচালন চক্রের কতিয় সদস্য পিলার পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদেও ভিত্তিতে দুপুরে ঐ বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে প্রতারনা আইনে মামলার প্রস্তুতি চলছে।

ঝালকাঠি আজকাল