• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

রাজাপুরে পোনা মাছ অবমুক্তকরণ

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২০  

ঝালকাঠির রাজাপুরে বর্ষাপ্লাবিত ধান ক্ষেত, প্লাবনভূমি প্রতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। রবিবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগ এর বাস্তবায়নে উপজেলা পরিষদ এর পুকুরপাড়ে স্থানীয় এমপি বজলুল হক হারুন এমপি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর শুভ উদ্বোধন ঘোষনা করেন।

 এ সময় মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগ এর উপ-পরিচালক মোঃ আনিছুর রহমান তালুকদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহাগ হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনুজা মন্ডল, ঝালকাঠি জেলা উপ-সহকারি পরিচালক মোঃ হাসিবুল হক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবুল বাসারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য উপজেলা কাটাখালি খাল, ধানসিড়িঁ মরা নদী, পোনা নদী, উত্তর উত্তমপুর বর্ষাপ্লাবিত ধান ক্ষেত, প্লাবনভূমি প্রতিষ্ঠানিকসহ ৭০ টি উন্মুক্ত জলাশয়ে মোট ৫০৬.৩৩ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।

ঝালকাঠি আজকাল