• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

রাজাপুরে পোনা মাছ অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৯ জুলাই ২০১৯  

রাজাপুর প্রতিনিধিঃ

“মৎস্য চাষে গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ শ্লোগান ও ‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’ এই প্রতিপাদ্যে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষ্যে ঝালকাঠির রাজাপুরে পোনা মাছ অবমুক্তকরণ, বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও মৎস অফিস এর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র‌্যালী শেষ করে উপজেলা পরিষদ জামে মসজিদ এর পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে। 

এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সোহাগ হাওলাদার এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরউজ্জামান। 

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আল আমীন বাকলাই এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য ও রাজাপুর সরকারি কলেজ’র অধ্যক্ষ মোঃ গোলাম বারী খান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবুল বাশার। অনুষ্ঠানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) রাজাপুর উপজেলা কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ সাইদুল ইসলাম ফরাজী, রাজাপুর প্রেস ক্লাব এর নব নির্বাচিত সহ সভাপতি সাংবাদিক নেয়ামুল আহসান হিরন ও কোষাধক্ষ খলিলুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক, শুধীজন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।     
 

ঝালকাঠি আজকাল