• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

রাজাপুরে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রি

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২০  

রাজাপুর প্রতিনিধি: করোনা ভাইসার প্রার্দুভাবের কারণে বাজার নিয়ন্ত্রনে ঝালকাঠির রাজাপুরে টিসিবির পণ্য বিক্রি করেছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার (২২এপ্রিল) বিকেল ৩ টায় উপজেলা পরিষদ চত্বরে এ পণ্য বিক্রি শুরু হয়ে সন্ধ্যা ৭ টা পর্যন্ত চলে এ টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম। ঝালকাঠির মেসার্স আনোয়ার ট্রেডার্স এর মাধ্যমে এ পণ্য বিক্রি করে। এ সময় ক্রেতাদের কাছে সোয়াবিন তেল ৮০ টাকা লিটার, চিনি ৫০টাকা কেজি ও ডাল ৫০ টাকা কেজি ধরে বিক্রয় করা হয়। জনপ্রতি এক একজন ক্রেতা পাবে পাঁচ লিটার তৈল, তিন কেজি চিনি ও এক কেজি ডাল। সর্বোপরি উপজেলার প্রায় পাঁচ শতাদিক বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এতে উপকৃত হবেন।
এছাড়াও সরকারের দেওয়া সাহায্য উপজেলা নির্বাহী অফিসার মো: সোহাগ হাওলাদার দিনমজুর শ্রেণিভুক্ত পরিবারে করোনা ভাইরাস পরিস্থিতি জনিত কারণে কাজ করতে না পারায় তাদেরকে বিনামূল্যে চাল, ডাল ও আলু দিয়ে সহায়তা করছে।

ঝালকাঠি আজকাল