• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

রাজাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে শেরে বাংলার জন্মদিন পালিত

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৯  


ঝালকাঠির রাজাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলার বাঘ খ্যাত আবুল কাসেম ফজলুল হক এর ১৪৬ তম জন্মদিনটি পালিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) এ উপলক্ষে শেরে বাংলা রিচার্জ ইনিস্টিটিউট এর আয়োজনে উপজেলা সাতুরিয়া এলাকায় শেরে বাংলার জন্মভিটা সহ দোয়া অনুষ্ঠান, আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। শেরে বাংলা একে ফজলুল হক১৮৭৩ সালের ২৬ অক্টোবর এই দিনে বাকেরগঞ্জ জেলায় (বর্তমান ঝালকাঠির) রাজাপুর উপজেলার সাতুরিয়ায় তার নানার বাড়িতে জন্ম গ্রহণ করেন। তিনি একে ফজলুল হক নামে অধিক পরিচিত। রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের কাছে শেরেবাংলা (বাংলার বাঘ) এবং হক সাহেব নামে পরিচিত ছিলেন। তার পৈতৃক নিবাস বরিশাল শহর থেকে ১৪ মাইল দূরে বানারীপাড়ার চাখার গ্রামে। তার পিতার নাম মৌলভী মোহাম্মদ ওয়াজেদ এবং মায়ের নাম সৈয়দন্নেসা খাতুন। মক্তবের পাট চুকিয়ে ১৮৮১ সালে তিনি বরিশাল জিলা স্কুলে তৃতীয় শ্রেণীতে ভর্তি হন। ১৮৮৬ সালে অষ্টম শ্রেণীতে তিনি বৃত্তি লাভ করেন এবং ১৮৮৯ সালে ফজলুল হক প্রবেশিকা পরীক্ষায় তৎকালীন ঢাকা বিভাগে মুসলমানদের মধ্যে প্রথম স্থান দখল করেন। তিনি (১৯০৩-১৯০৪) রাজচন্দ্র কলেজে খন্ডকালীন অধ্যাপনা করেন। ১৯০৬ সালে প্রশাসনে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দেন। ফজলুল হক নবাব সলিমুল্লাহ ও নবাব নওয়াব আলী চৌধুরীর হাত ধরে রাজনীতিতে পদার্পণ করেন ১৯০৬ সালে নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠার সময়। ১৯১৩ সালে তিনি অবিভক্ত বাংলার মুসলিম লীগের সেক্রেটারি এবং ১৯১৬ থেকে ১৯২১ সাল পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেন। এ. কে. ফজলুক হক এম.এ. পাশ করার পর দাম্পত্য জীবনে প্রবেশ করেন। তার পুত্র ফাইজুল হক ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের পাট প্রতিমন্ত্রী ছিলেন। রাজনীতিবিদ একে ফজলুল হক ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সেক্রেটারি। তিনি মুসলমানদের শিক্ষা বিস্তারে  অসামান্য অবদান হিসেবে অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গেছেন। তার মধ্যে আছে ইডেন কলেজ, কলকাতা ইসলামিয়া কলেজ, আদিনা ফজলুল হক কলেজ, তেজগাঁও এগ্রিকালচার কলেজ (বর্তমানে কৃষি বিশ্ববিদ্যালয়) প্রভৃতি। বাংলা একাডেমী ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তার ভূমিকা অপরিসীম। এই মহান নেতা ১৯৬২ সালের ২৭ এপ্রিল ৮৯ বছর বয়সে ঢাকায় ইন্তেকাল করেন। হাইকোর্ডের পশ্চিম পাশে তার মাজার অবস্থিত। 


 

ঝালকাঠি আজকাল