• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

রাজাপুরে নকলমুক্ত এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২০  

রাজাপুর প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলার ৮টি কেন্দ্রে নকল মুক্ত ও নিরুত্তাপ পরিবেশে ৩ জানুয়ারী প্রথম দিনের বাংলা ১ম পত্র ও মাদ্রাসার কোরআন মাজিদ ও তাজবিদ শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। কোন বহিস্কার নেই। নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য ২টি বিশেষ পরিদর্শন টিম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ভিজিলেন্স টিম পরীক্ষা পরিদর্শনের দায়িত্ব পালন করেন। রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মোঃ জাহিদুল ইসলাম বলেন- নির্বাহী ম্যাজিস্ট্রেট এসেছিল। কেন্দ্রে কোন প্রকার সমস্যা হয়নি, সকাল ১০ টা থেকে ১ টা পর্যন্ত পরীক্ষা হয়েছে। ভিজিলেন্স টিম এসেছিল, তারা সন্তোষ প্রকাশ করেছেন। রাজাপুর উপজেলায় এসএসসি পরীক্ষার্থী রয়েছে ২ হাজার ৭শ ৬৩ জন । এর মধ্যে অনুপস্থিত ছিল ৭৮ জন। কেন্দ্র গুলো হচ্ছে রাজাপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, রাজাপুর সরকারী পাইলট বালিকা বিদ্যালয়, বড়ইয়া মাধ্যমিক বিদ্যালয়, গালুয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ও গালুয়া এসকে মাধ্যমিক বিদ্যালয় ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দাখিল পরীক্ষার্থী রয়েছে ৭শ ৫৫ জন। রাজাপুর ফাজিল মাদ্রাসা ও কানুদাসকাঠি ইসলামিয়া ফাজিল মাদ্রাসা পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভোকেশনাল (এসএসসি) পরীক্ষার্থী রয়েছে ১শ ৫৭ জন। এছাড়াও উপজেলার আলহাজ্ব লালমোন হামিদ মহিলা কলেজে ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহাগ হাওলাদার নকলমুক্ত পরীক্ষা গ্রহনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন, তিনি সকলের সহযোগীতা কামনা করেছেন।

 

ঝালকাঠি আজকাল