• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

রাজাপুরে দুই জেলের কারাদন্ড

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২১  

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে অবৈধ বেহুন্দী জাল দিয়ে পোনামাছ শিকারের অপরাধে দুই জেলেকে এক বছর করে বিনাশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার উপজেলার বড়ইয়া ইউনিয়নের বিষখালী নদীর নিজামিয়া ও উত্তর পালট এলাকায় রবিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টার পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মোক্তার হোসেন এ প্রদান করেন। এ সময় অবৈধ ৭টি বেহুন্দী জাল ও একটি ছোট কাঠের ট্রলার জব্দ করা হয়। দন্ডপ্রাপ্তরা হলো পার্শ্ববর্তী বাখেরগঞ্জ উপজেলার রুপারজোর এলাকার মৃত কাঞ্চন নিকারীর ছেলে মো. হেলাল নিকারী (৩০), মৃত রুপ গাজীর ছেলে মো. শহিদ গাজী (৪০)।

এদিকে ঝালকাঠির রাজাপুরে ডিঙ্গি নৌকা চুরির অভিযোগে মো. আসাদুল সরদার (৪২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে পার্শ্ববর্তী কাউখালী উপজেলার পার সাতুরিয়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসাদুল সরদার ঐ এলাকার মৃত কালু সরদারের ছেলে। জানা গেছে, উপজেলার সাতুরিয়া এলাকার মো. ইউসুব মোল্লার ছেলে মো. শহীদ মোল্লার গত ১৫ মার্চ সাতুরিয়ার খাল থেকে তালা ভেঙ্গে ডিঙ্গি নৌকা চুরি হয়। ২৫ এপ্রিল রাতে নৌকা চুরির অভিযোগে শহীদ মোল্লা আসাদুলসহ তিন জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার পরে রাতেই পুলিশ আসাদুলকে গ্রেপ্তার করে।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, আসাদুলকে সোমবার সকালে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

ঝালকাঠি আজকাল