• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

রাজাপুরে জাটকা ইলিশ বিক্রির অপরাধে দুই মাছ ব্যবসায়ীকে কারাদন্ড

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৩ জুন ২০২০  

ঝালকাঠির রাজাপুরে জাটকা মাছ (ইলিশের পোনা) ক্রয়-বিক্রয়ের অপরাধে দুই মাছ ব্যবসায়ীকে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল রাত ৮টার দিকে উপজেলার বাগড়ি বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত এ দন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলো উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ইন্দ্রোপাশা গ্রামের মৃত মকবুল হোসেন হাওলাদার এর পুত্র মোঃ রুহুল আমিন (৪৫), পার্শ্ববর্তী নলছিটি উপজেলার নলবুনিয়া গ্রামের আব্দুর রহিম আকন এর পুত্র মোঃ সুমন আকন (৩৪)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ সোহাগ হাওলাদার জানান, মোঃ রুহুল আমিন ও মোঃ সুমন আকন দুই মাছ ব্যবসায়ী অবৈধ ভাবে ইলিশের পোনা বিক্রয় করতে ছিল। এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মৎস্য রক্ষা ও সংরক্ষন আইন ১৯৫৫ (সংশোধিত- ২০০২) ৪ ধারায় দুই মাছ ব্যবসায়ীকে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। সকালে তাদের ঝালকাঠি জেল হাজতে পাঠানো হয়।

ঝালকাঠি আজকাল