• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

রাজাপুরে গুজবের প্রতিরোধে পুলিশের বিভিন্ন কর্মসূচি

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৩১ জুলাই ২০১৯  

রাজাপুর প্রতিনিধিঃ পদ্মা সেতুতে মানুষের মাথা ও রক্ত লাগবে এটি একটি গুজব। এমন গুজবে কান না দেওয়ায় পরামর্শ দেন পুলিশ প্রশাসন। সারাদেশে পুলিশ প্রশাসনের সচেতনাতামূলক বিভিন্ন কর্মসূচি গ্রহনের ধারাবাহিকতায় ঝালকাঠির রাজাপুর থানা পুলিশ ইতি মধ্যেই বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। উপজেলা সদর থেকে শুরু করে বিভিন্ন এলাকায় জুমার মসজিদ থেকে শুরু করে উপজেলার প্রতিটি গ্রামে গ্রামে, হাট বাজারে, পারা মহল্লায়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন জায়গায় এ সচেতনাতামূলক কর্মসূচি পালন করেন। আর কর্মসূচির মধ্যে রয়েছে লিফলেট বিতরণ, মাইকিং, র‌্যালী ও আলোচনা সভা। আলোচনা সভায় রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জাহিদ হোসেন বলেন, ছেলেধরা সন্দেহে কাউকে গণধোলাই দিয়ে মেরে ফেলা বা কোন রকমের টর্চারিং না করে পুলিশের হাতে তুলে দেওয়ার পরামর্শ দেন। তিনি আরও বলেন, আইন নিজের হাতে তুলে নিবেন না, কোন কিছু অথবা কাউকে সন্দেহ হলে পুলিশকে খবর দিন, সেবা নিন ভাল থাকুন। উপজেলার বিভিন্ন এলাকায় এমন সচেতনতামূলক আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, রাজাপুর থানা ওসি (তদন্ত) মোঃ মাঈনুদ্দিন, এসআই শাহজাদা, এসআই আব্দুর রউফ, এ্সআই আরেফিন, এসআই মুন্না, এএসআই বদিউজ্জামান সহ পুলিশ সদস্যরা।      

 

ঝালকাঠি আজকাল