• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

রাজাপুরে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২১  

রাজাপুর প্রতিনিধি: মুজিববর্ষে কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে সচেতনতা সৃষ্টির লক্ষে ঝালকাঠির রাজাপুরে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার-২০২০ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোক্তার হোসেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে খাদ্যের নিরাপত্তার নানা দিক তুলে ধরেন, ঝালকাঠি জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ নাজমুল ইসলাম।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়্যারম্যান ও উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক জিয়া হায়দার খান লিটন, মহিলা ভাইস চেয়্যারম্যান ও উপজেলা আওয়ামী লীগ এর সিনিয়র সহ- সভাপতি আফরোজা আক্তার লাইজু, প্রাণীসম্পদ কর্মকর্তা ড, সাজেদুল ইসলাম, রাজাপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. এনামুল হোসেন খান প্রমূখ।

সেনিনারে উপজেলার হোটেল, রেস্তোরা, বেকারি, মিস্টির দোকান এর মালিকগন সহ বিভিন্ন দপ্তর প্রধানগন ৪০ জন সেমিনারে অংশ গ্রহন করেন। বাংলাদেশ খাদ্য নিরাপদতা কর্তৃপক্ষ ঝালকাঠি জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা প্রজেক্টরের মাধ্যমে খাদ্যের নিরাপদতার সকল দিক সেমিনারে তুলে ধরেন।

 

ঝালকাঠি আজকাল