• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

রাজাপুরে এক কোটি বাষট্টি লক্ষ টাকা বিধবা ভাতা বিতরণ

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৫ আগস্ট ২০১৯  

রাজাপুর প্রতিনিধিঃ

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ২০১৮-২০১৯ অর্থ বছরের বরাদ্ধকৃত অর্থ পরিশোধের নিমিত্তে বিধবা ও স্বামী নিগৃহিতা মহিলা ভাতার বহি বিতরণ করা হয়েছে।

উপজেলা পরিষদ সভাকক্ষের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান ও বিশেষ অতিথি উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু উপস্থিত থেকে ভাতার বহি বিতরন করেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সমাজসেবা অধিদফতররের মাধ্যমে উপজেলার ছয়টি ইউনিয়নের বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতাভোগী ১ হাজার ৭শত ৭১ জনের মাঝে ০১ কোটি ৬২ লক্ষ ০৬ হাজার টাকা সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিতরণ করছেন। বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের ভাতা কর্মসূচিতে উপজেলার প্রতিটি ইউনিয়নে এ বছর ২৬ জন করে নতুন সুবিধাভোগী তালিকায় অন্তভুক্ত করা হয়েছে। উপজেলার সাতুরিয়া ইউনিয়নে ২৯৪ জন, শুক্তাগড় ইউনিয়নে ৩০০ জন,  রাজাপুর সদর ইউনিয়নে ২৯৪ জন,  গালুয়া ইউনিয়নে ২৯৪ জন,  বড়ইয়া ইউনিয়নে ২৯৪ জন ও  মঠবাড়ি ইউনিয়নে ২৯৪ জন সুবিধাভোগী এ ভাতা পাচ্ছেন।

ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন ব্যাংকের মাধ্যমে জনপ্রতি মাসিক ৫০০ টাকা হারে গত এক বছরের ভাতা সুবিধাভোগীদের মাঝে ব্যাংকের হিসাব নম্বরের মাধ্যমে বিতরণ করা হচ্ছে। নতুন উপকারভোগী নির্বাচনে স্থানীয় মাননীয় সংসদ সদস্যসহ অন্যান্য জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে ডাটাবেইজে অন্তভুক্ত করা হয়েছে। এ ছাড়া ১০ টাকার বিনিময়ে নতুন ভাতাভোগীর নিজ নামে ব্যাংক হিসাব খুলে ভাতার এ অর্থ পরিশোধ করা হয়েছে।

ঝালকাঠি আজকাল