• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

রাজাপুরে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জয়ী

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২০  

রাজাপুর প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে শান্তিপূর্ণ পরিবেশে ভোটারদের সরব উপস্থিতিতে শুক্তাগড় ইউনিয়নের ৯নং কাঠিপাড়া ওয়ার্ডের উপ-নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বুলবুল আহম্মেদ মোরগ প্রতীকে ৭৬ ভোট বেশি পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল বাশার বাবুল তালুকদার। তিনি তার তালা প্রতীকে ভোট পেয়েছেন ২৯০। বিজয়ী প্রার্থী বুলবুল আহম্মেদ পেয়েছেন ৩৬৬ ভোট। ভোট নস্ট হয়েছে ৮টি। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ৯৫৯।

গতকাল উপজেলার এস.ডব্লিউ কাঠীপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ৪টি বুথে ভোট গ্রহন করা হয়। ভোট কেন্দ্রে পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারের উপস্থিতি ছিলো লক্ষনীয়। কেন্দ্রে ভোট দিতে আসা সাধারণ ভোটাররা পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (রাজাপুর-কাঠালিয়া সার্কেল) মো: সাখাওয়াত হোসেন জানান, সুষ্ঠ এবং উৎসব মুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বিভিন্ন বয়সের ভোটাররা আগ্রহ নিয়ে ভোট দিয়েছেন।

উল্লেখ্য, এ ওয়ার্ডের ইউপি সদস্য মো: আনোয়ার হোসেন গত ১০ জুলাই করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করলে উক্ত পদটি খালি হয়। গত মাসে নির্বাচন কমিশন ঐ সদস্য পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করেন। 

ঝালকাঠি আজকাল