• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

রাজাপুরে ইলিশ পাচারকালে ভ্রাম্যমান আদালতে ৩ জনের কারাদন্ড

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৮ জুন ২০২০  

ঝালকাঠির রাজাপুরে ৩ জনকে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল শনিবার রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের মেডিকেল মোড় এলাকায় অভিযান চালিয়ে এ দন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলো পার্শ্ববর্তী পিরোজপুর জেলার কাউখালী উপজেলা সদরের দক্ষিন বাজার এলাকার আব্দুল খালেক এর পুত্র মোঃ আল-আমিন (২২), বেকুটিয়ার মোঃ ইনছাব আলী হাওলাদার এর পুত্র মোঃ মিরাজ (২৪), বরগুনার বদরখালী এলাকার মোঃ দুলাল এর পুত্র মোঃ জুয়েল (২৬)।

জানাগেছে, কাউখালী উপজেলার একটি চক্র দীর্ঘদিন থেকে ইলিশের পোনা মাছ রাজাপুর উপজেলা থেকে ঢাকাগামী বরিশাল এক্সপ্রেস এ করে ঢাকার বিভিন্ন এলাকায় পাচার করে আসছিল। গতকাল রাতে উপজেলার মেডিকেল মোড় এলাকা থেকে প্রতিদিনের ন্যায় মাছ পরিবহনে তোলার সময় গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিবহনের সুপারভাইজার ও ২ মাছ ব্যবসায়ীকে আটক করে এবং ৫০ কেজি মাছ জব্দ করেন। এ সময় পরিবহনের চালক ও চালকের সহকারি ঘটনা স্থল থেকে পালিয়ে যায়। পরে  ভ্রাম্যমান আদালত ঐ ৩ জনকে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

এছাড়াও স্বাস্থ্য বিধি না মানায় ভ্রাম্যমান আদালত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ১১ জনকে ৯ শত ৫০ টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ সোহাগ হাওলাদার জানান, দন্ডপ্রাপ্তদের থানা হাজতে প্রেরন করে রাতেই জব্দকৃত মাছ গুলো দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

ঝালকাঠি আজকাল