• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

রাজাপুরে আন্তজাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২০  

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে আন্তজাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। আজ শুক্রবার দুপুরে রাজাপুর সাকরাইল সরকারি প্রথমিক বিদ্যালয় প্রঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মুহাম্মদ ইয়ামিন চৌধুরী ।
বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী, ঢাকার কর কমিশনার মোঃ সোয়েব আহম্মেদ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বরিশাল শিক্ষা বোর্ড  সচিব অধ্যাপক  আ ফ ম রুহুল আলম, জেলা প্রথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম, রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার সোহাগ হাওলাদার, উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট  এম এ হালিম মিন্টু।

বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী বক্তব্যে বলেন, এখন বর্তমান সরকারের সব থেকে বড় উন্নয়ন প্রকল্প হলো প্রাথমিক বিদ্যালয়। সরকারের চিন্তা ভাবনা যে প্রাথমিক শিক্ষাকে সুদৃঢ় করা । কারণ  এটা হলো শিক্ষার ভিত্তি এ ভিত্তি যদি সুদৃঢ় না হয় আমরা পরবর্তিতে কিন্তু শিক্ষা ব্যবস্থাকে উন্নতি ঘটাতে পারবো না।  বিভিন্ন কোচিংয়ের যুগে, গাইড বইয়ের যুগে সেই শিক্ষাটাকে নড়বড় করেছে।
আমরা আশা করবো শিক্ষকরা যারা আছেন, পাঠ্যসূচি অনুযায়ী যথারীতি শিক্ষা কার্যক্রম এবং খেলা-ধুলাসহ শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হবে।  শুধু  পাঠ্যপুস্তক নির্ভরশীল শিক্ষা একজনকে মানুষ হিসেবে গড়ার জন্য যথেষ্ঠ নয়।

ঝালকাঠি আজকাল