• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

রাজাপুরে অর্থ আত্মসাৎ’র দায়ে ২ জনকে জরিমানা

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৯ মে ২০১৯  


ঝালকাঠির রাজাপুরে সরকারি অর্থ আত্মসাৎ এর দায়ে মহিলা ইউপি সদস্য সহ ২ জনকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সোহাগ হাওলাদার তার কার্যালয় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ দন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন উপজেলার গালুয়া ইউপির সংরক্ষিত আসনের মহিলা সদস্য ও পুটিয়াখালী গ্রামের মোঃ আজম খানের স্ত্রী নিলুফা বেগম এবং উপজেলার পুটিয়াখালী গ্রামের মোঃ ইসাহাক হাওলাদারের স্ত্রী বেবি বেগম। জানাগেছে, তারা দুজনে মিলে মিথ্যা তথ্য দিয়ে মাতৃত্বকালীন ভাতা উত্তোলন করে দু‘জনে ভাগাভাগি করে আত্মসাৎ করে আসছিল। বেবি বেগমের ভাগে কম হওয়ায় বুধবার দুপুরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিলুফার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। নিলুফা ও বেবি দু‘জনে সমান অপরাধী হওয়ায় নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নিলুফা বেগমকে ২০ হাজার ও বেবি বেগমকে ৫ হাজার টাকা  অর্থদন্ড করেন।  

 

ঝালকাঠি আজকাল