• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

রাজনীতিকে জিয়াউর রহমান কলুষিত করেছেন: আমির হোসেন আমু

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১০ আগস্ট ২০২০  

ঝালকাঠি প্রতিনিধি: বঙ্গবন্ধুকে হত্যার পরে রাজনীতিকে জিয়াউর রহমান কলুষিত করেছেন বলে মন্তব্য করেছেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি। সোমবার সকাল ১১টায় ঝালকাঠি জেলা যুবলীগ উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাবেক শিল্পমন্ত্রী আমু বলেন,পচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করার পেছনে দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল। এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকান্ড। এ হত্যাকান্ডের পর বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে পিছিয়ে দেওয়া হয়েছে।

জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে বঙ্গবন্ধুর খুনিদের বিভিন্ন দুতাবাসে চাকরি দিয়ে পুরনর্বাসিত করেছেন। সংবিধানের মূল চার নীতিকে ছুড়ে ফেলে দিয়ে অসাম্প্রদায়িক রাজনীতি শুরু করেন। তিনি মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করে রাজনীতিকে কলুষিত করেছেন।

আমু আরো বলেন, বাঙালির অধিকার অর্জনের লক্ষে বঙ্গবন্ধু কাজ করেছেন। বাঙালি জাতীয়তাবাদের চেতনাকে ধরে বঙ্গবন্ধু রাজনৈতিক কর্ম পরিকল্পনা শরু করেন। বঙ্গবন্ধু এক মাত্র বাঙ্গালী নেতা তার রাজনৈতিক কর্মকান্ডের মাধ্যদিয়ে প্রমান করেছেন। স্বাধীনতা বিরুধীরা বঙ্গবন্ধুকে হত্যার পরে সাম্প্রদায়িকতার বীজ বপন করা হয়েছিল। তখন মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলা হয়েছিল।

এর পর থেকে যারা ক্ষমতায় ছিল তারা দেশ ও জাতির জন্য কোন কল্যাণকর কাজ করেনি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতেৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে দেশের তৃণমূল পর্যায়ে উন্নয়ন হচ্ছে। বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। গ্রামের দরিদ্র মানুষের কথা চিন্তা করে বর্তমান সরকার নানা ধরণের সহযোগিতা করছে।

ঝালকাঠি আজকাল