• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

পাকা আমের মধুর রসে

ম্যাংগো মাস্তানি

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১ জুন ২০২০  

এটি একটি ইন্ডিয়ান রেসিপি যা পাকা আম দিয়ে তৈরি করা হয়। এটি খুবই সুস্বাদু এবং মজাদার একটি রেসিপি। স্বাস্থের জন্যও এটি খুবই উপকারী।
 

উপকরণঃ 

বরফ , ম্যাংগো পাল্প ২ কাপ , আধা কাপ লিকুইড দুধ , ১ কাপ পরিমাণ গুঁড়া দুধ , আধা কাপ ভ্যানিলা আইসক্রিম , কিছমিছ , পেস্তা বাদাম , কাঠ বাদাম , শুকনো ফল। 

 

প্রাণালীঃ

একটি মিক্সারের জগে ৭ – ১০ টি বরফের টুকরো, ২ কাপ ম্যাংগো পাল্প, লিকুইড দুধ আধা কাপ এবং গুঁড়া দুধ ১ কাপ, ভ্যানিলা আইসক্রিম আধা কাপ (ম্যাংগো আইসক্রিম ছাড়া অন্য যে কোন আইসক্রিম দিতে পারবেন)  নিয়ে ভালো ভাবে মিক্স করে নিবেন। ম্যাংগো পাল্প এবং দুধ দুটোই ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে নিতে পারেন। তারপর ১ টেবিল চামচ গুঁড়ো দুধ (গুঁড়ো দুধ দিলে খাওয়ার সময় অনেক ফ্লাপি হবে)  দিয়ে মিক্স করে নিবেন। এখানে কিন্তু কোন চিনি না দিলেও হবে (আমাদের দেশীয় আমগুলো অনেক মিষ্টি হয় সঙ্গে আইসক্রিমও দেয়া আছে)। এভাবে সব মিক্স করা হয়ে গেলেই তৈরি হয়ে যাবে ম্যাংগো মাস্তানি। এবার সাজানোর পালা , কয়েক টুকারা আম একটি গ্লাসের নিচে দিয়ে তার উপর ম্যাংগো মাস্তানি দিয়ে  লেয়ার দিয়ে ভর্তি করে দিবেন। এর উপর ভ্যানিলা আইসক্রিম দিবেন এবং টুকরো আম দিয়ে সাজিয়ে নিবেন। উপর থেকে কিছু কিছমিছ, পেস্তা এবং কাঠ বাদাম , শুকনো ফল  দিয়ে সুন্দর করে সাজিয়ে নিবেন। এটি সাজানোর পর পরই খেতে হবে বা সঙ্গে সঙ্গে অতিথিদের পরিবেষণ করতে হবে। আবার চাইলে সাজিয়ে নরমাল ফ্রিজেও রেখে দিতে পারেন। তবে ফ্রিজে রেখে দিলে কিন্তু সেই আসল টেস্ট পাবেন না।

ঝালকাঠি আজকাল