• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

মুসলিমদের পবিত্র নগরী মদিনা করোনামুক্ত ঘোষণা

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৭ জুন ২০২০  

সর্বশ্রেষ্ঠ ও প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্মৃতি বিজড়িত শহর পবিত্র নগরী মদিনা মুনাওয়ারাকে করোনাভাইরাস মুক্ত ঘোষণা করা হয়েছে। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। খবর- গলফ নিউজ। গলফ নিউজে জানানো হয়েছে, গত বুধবার এ নগরীকে করোনামুক্ত ঘোষণা দেয় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

এর আগে মদিনা মুনাওয়ারার আল-আইস শহরে ১৩ জন করোনা রোগী ছিলেন। তারা সবাই এখন সুস্থ হয়েছেন। তবে মহামারি করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি কমাতে এখনো পবিত্র নগরী মক্কা ও মক্কার মসজিদে হারাম তথা কাবা শরিফ এলাকায় কারফিউ জারি রয়েছে।

মহামারি করোনার প্রাদুর্ভাব ঠেকাতে সৌদি আরব সরকার এবারের হজ সীমিত পরিসরে করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বছর সৌদি আরবের বাইরে থেকে কেউ হজে অংশগ্রহণ করতে পারবে না। স্থানীয় সৌদি ও সৌদিতে বসবাসরত বাইরের দেশের লোকজনই শর্তসাপেক্ষে এবার হজে অংশগ্রহণ করত পারবে।

ঝালকাঠি আজকাল