• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

মুজিববর্ষে দরিদ্র হাজতিদের সহায়তা দিতে চায় লিগ্যাল এইড কমিটি

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২০  

মুজিববর্ষকে সামনে রেখে ৫ বছর বা তারও বেশি সময় ধরে নিষ্পত্তি না হওয়া মামলাগুলোতে দরিদ্র হাজতিদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে চায় সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি। বিনামূল্যে আইনি সহায়তা পেতে ইচ্ছুকদের তথ্য চেয়ে কারা মহাপরিদর্শককে চিঠিও দিয়েছে তারা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট অবন্তী নূরুলের স্বাক্ষরের পর এই চিঠি পাঠানো হয়। পরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুজিববর্ষকে সামনে রেখে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি বিভিন্ন কর্মসূচি নিয়েছে। এরই ধারাবাহিকতায় ৫ বছর বা তারও বেশি সময় ধরে নিষ্পত্তি না হওয়া মামলায় হাজতিদের মধ্যে যারা সরকারি আইনি সহায়তা পেতে আগ্রহী তাদের তথ্য চাওয়া হয়েছে।

ঝালকাঠি আজকাল