• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

মুজিববর্ষে ঝালকাঠিতে মাছের পোনা অবমুক্ত করেছে জেলা পুলিশ

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২০  

ঝালকাঠি প্রতিনিধি: "সবাই মিলে করলে মাছের চাষ আমিষ মিলবে বারো মাস,মাছ উৎপাদন বৃদ্ধি করি সুখী সমৃদ্ধ দেশ গড়ি" জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালিত হয়েছে। ঝালকাঠি জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

সোমবার বেলা ১২ টায় পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন। পুলিশ সুপার জানান, ৩০ কেজি রুই, কাতল, মৃগেল ও পুটি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। পুলিশ লাইন পুকুরে মুজিববর্ষ উপলক্ষে এ পোনা অবমুক্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, কাজী ছোয়াইব, এমএম মাহমুদ হাসান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান, গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিদর্শক ইকবাল বাহার খান।

ঝালকাঠি আজকাল