• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

মুক্তিযোদ্ধা ও অসহায় দুস্থদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৩ জুন ২০২০  

সামাজিক দূরত্ব বজায় রেখে পঞ্চগড় সদর উপজেলার রাজার পাট গুচ্ছ গ্রামে মুক্তিযোদ্ধা ও অসহায় দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার (৩ জুন) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার রাজার পাট গুচ্ছ গ্রামে শতাধিক মুক্তিযোদ্ধা ও অসহায় দুস্থ পবিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

মুক্তিযোদ্ধা ও অসহায় দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন ৬৬ পদাতিক ডিভিশনের ২৯ বীর ব্যাটালিয়ানের প্লাাটুন কমান্ডার ক্যাপ্টেন শেখ আহমাদুল আখতার গালীব। এ সময় সেনা সদস্য ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। ত্রাণ সামগ্রীতে চাল, ডাল, তেল, লবণ, সেমাই, দুধ, বিস্কুট, সাবান রয়েছে।

ক্যাপ্টেন শেখ আহমাদুল আখতার গালীব জানান, বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো সময় মানুষের পাশেই ছিল। বাংলাদেশ সেনাবাহিনী সব সময় মানুষের পাশে থাকবে। আজ আমরা পঞ্চগড় সদর উপজেলার নদী পাড়ের গুচ্ছ গ্রামের ১২ জন মুক্তিযোদ্ধা পরিবারসহ অসহায় দুস্থ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আমাদের ত্রাণ সামগ্রী বিতরণের কার্যক্রম অব্যাহত থাকবে।

ঝালকাঠি আজকাল