• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

মির্জা ফখরুলের ফেসবুক চালান রিজভী, চাঁদাবাজির অভিযোগ

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১০ মে ২০২০  

করোনা সংকটেও থেমে নেই বিএনপি নেতা-কর্মীদের অপকর্ম। এবার দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলে নেতা-কর্মীদের সাথে প্রতারণার অভিযোগ উঠেছে। মহাসচিবের অ্যাকাউন্ট থেকে করোনা মোকাবিলায় চাঁদা চাওয়া হচ্ছে বলে খোদ অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৯ মে) ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট নিয়ে অস্বস্তি প্রকাশ করে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দাবি করেছেন, তার নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন ইস্যুতে নেতা-কর্মীদের কাছ থেকে চাঁদা আদায় করা হয়েছে। করোনা ফান্ড গঠন করার নামে উত্তরাঞ্চলের ৪টি জেলার নেতাদের কাছ থেকে চাঁদা চাওয়া হলে তাদের অভিযোগের ভিত্তিতে মির্জা ফখরুল ভুয়া আইডি শনাক্ত করেন এবং তার নামে কোন নিজস্ব আইডি নেই বলেও জানান। বিষয়টি পরিষ্কার করতেই তিনি গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন। এছাড়া তার নামে আইডি থেকে বিভিন্ন সময়ে বেগম জিয়া ও তারেক রহমানকে হেয় করে বিভিন্ন পোস্ট করা হয়েছে বলেও অভিযোগ করেছেন মির্জা ফখরুল।

এদিকে বিভিন্ন তথ্যসূত্রে জানা গেছে, মির্জা ফখরুলের নামে মূলত আইডিগুলো চালায় বিএনপির কতিপয় নেতা। বিএনপির নয়াপল্টন পার্টি অফিস থেকে অন্তত দুটি আইডি পরিচালনা করা হয়। যার একটির সাথে সরাসরি জড়িত রিজভী আহমেদ। তার নির্দেশনায় এই আইডি থেকে বিভিন্ন সময়ে সরকারবিরোধী পোস্ট করা হয়। মাঝে মাঝে দলীয় কর্মসূচির নামে দেশের বিভিন্ন প্রান্তের কর্মীদের কাছ থেকে চাঁদাও আদায় করা হতো। মির্জা ফখরুলকে বেকায়দায় ফেলতে রিজভীর নেতৃত্বাধীন একটি চক্র দীর্ঘদিন বিএনপি কর্মীদের সাথে এই ধরণের আর্থিক প্রতারণা করে আসছে বলেও জানা গেছে।

ঝালকাঠি আজকাল