• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

মাশরাফির ভাগ্য পরীক্ষা আজ

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮  

নড়াইল-২ আসনে (নড়াইল-লোহাগড়া) নারী-শিশু, যুবক, বৃদ্ধদের পছন্দের প্রার্থী ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজার ভোটের মাঠে আজ ভাগ্য পরীক্ষা। দেশের হয়ে ক্রিকেটের মাঠে মাশরাফি নেতৃত্ব দিয়ে বিশ্বের অনেক নামিদামি ক্রিকেট দলকে পরাজিত করে দেশের জন্য সুনাম বয়ে এনেছে। আজ  তিনি নেমেছেন ভোটের মাঠে সাধারণ মানুষের মন জয় করতে।

খোঁজ-খবর নিয়ে জানা গেছে, নির্বাচনী এলাকার নারীরা হলদে শাড়ির আঁচলে ঠাঁই দিয়েছিল ক্রিকেট তারকা  মাশরাফিকে। রোদে পুড়ে প্রিয় তারকা মাশরাফি বিন মর্তুজাকে একনজর দেখতে ব্যস্ত ছিল লোহাগড়ার সর্বস্তরের মানুষ। মাশরাফির প্রতি নারীদের পছন্দটা যে এতই বেশি তা ভোটে না দাঁড়ালে হয়তোবা জানতে পারতো না মাশরাফি। 

নৌকা প্রতীকের প্রার্থী জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বেশ গত ক'দিন যাবৎ লোহাগড়ার বিভিন্ন গ্রামে গণসংযোগ, পথসভা, জনসভা করার সময়ে শিশু, যুবক, বৃদ্ধরাও মেতেছিল উৎসবে। প্রবাসী যুবলীগ নেতা তেলকাড়া গ্রামের এস এম মিজানুর রহমান এক জনসভায় তিন শতাধিক নারীকে পরিয়ে দিয়েছিলেন হলুদ রঙের শাড়ি। আর নারীদের সেই শাড়ির আঁচলে প্রিয় মাশরাফির ছবি শোভা পাচ্ছিল। মাশরাফির ভক্ত তেলকাড়া গ্রামের গৃহবধূ জাফরিয়া আক্তার ঝুমা বলেন, ভাবতেই পারিনি আমাদের মাশরাফি ভোটে দাঁড়াবে। তাকে এতটা আপন করে পাব।

এ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজার মূল প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এ জেড এম ফরিদুজ্জামান। ফরিদুজ্জামান বিভিন্ন সময়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগ করে বলেন, নির্বাচনী গণসংযোগে গেলে আওয়ামী লীগের লোকজন তাকে বাধা প্রদানসহ নেতা-কর্মীদের মারপিট করেছে। নির্বাচনী অফিস ভাঙচুর করেছে। পুলিশের তেমন কোনো সহযোগিতা পাওয়া যায়নি। গণসংযোগে অংশ নিলে পুলিশ তার নেতা-কর্মীদের গ্রেপ্তারসহ হয়রানি করেছে। 

অপরদিকে, নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফি বিভিন্ন জনসভায় বক্তব্যকালে দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, কোনোভাবেই যেন আমার প্রতিপক্ষরা কষ্ট না পায়। মাশরাফির এ বক্তব্যকে সাধারণ মানুষসহ বিরোধীরা খুব ভালোভাবে নিলেও আওয়ামী লীগের কয়েকজন অতি উৎসাহী নেতাকর্মী, সমর্থক বিচ্ছিন্ন কিছু অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে বলেও অভিযোগ রয়েছে।

নড়াইল-২ আসনটি মূলত আওয়ামী লীগের ঘাঁটি হিসাবেই পরিচিত। এখানে আওয়ামী লীগের সমর্থক বা ভোট বেশি। দলীয় মনোনয়ন পেলেও খেলা নিয়ে ব্যস্ত থাকায় মাশরাফি মূলত নড়াইলে নির্বাচনী কার্যক্রম শুরু করেন ২০ ডিসেম্বর সুধাসদন থেকে প্রধানমন্ত্রীর পাশে থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভোট চেয়ে। মাশরাফি সরাসরি নড়াইলে আসেন ২২ ডিসেম্বর। তিনি তখন থেকেই গ্রাম পর্যায়ে গণসংযোগ, জনসভা শুরু করেন। অবশ্য, মাশরাফির এলাকায় আসতে দেরি হলেও আওয়ামী লীগের নেতাকর্মী ও মাশরাফির পরিবারের সদস্যরা আগেই নির্বাচনী কার্যক্রম চালিয়ে গেছেন। যে কারণে খুব একটা চাপ পড়েনি মাশরাফির ওপর।

নড়াইল-২ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ১৭ হাজার ৫১১ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৬০ হাজার ৬২৪ এবং পুরুষ ভোটার ১ লাখ ৫৬ হাজার ৮৮৭ জন। নড়াইল ও লোহাগড়া পৌরসভাসহ এ আসনের অধীনে সদর উপজেলায় ৮টি ইউনিয়ন এবং লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়ন রয়েছে। বিগত নির্বাচনে এ আসনে পাঁচবার আ. লীগ ও একবার মহাজোটের প্রার্থী এবং দুইবার করে বিএনপি ও জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী বিজয়ী হয়েছেন।

এ আসনে অন্য প্রার্থীরা হলেন, ইসলামী আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম নাসির উদ্দীন, ইসলামী ঐক্যজোটের প্রার্র্থী মাহাবুবুর রহমান, জাতীয় সমাজতান্ত্রিক দলের (রব) কেন্দ্রীয় কমিটির সদস্য ফকির শওকত আলী। জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজ, এনপিপির জেলা সভাপতি মনিরুল ইসলাম (ছালু) পূর্বেই নৌকার প্রার্থীকে সমর্থন করেছেন।

নড়াইল জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. নাজমুল করিম বাবু এ বিষয়ে বলেন, ও লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন মুন্না বলেন, মাশরাফির প্রতি সাধারণ মানুষের ভালোবাসার প্রতিফলন ঘটবে আজ ভোটের মাধ্যমে। বিপুল ভোটে বিজয়ী হবে মাশরাফি। বিএনপির প্রার্থী ফরহাদ শনিবার সন্ধ্যায় বলেন, ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারলে আমিই জিতবো ।

ঝালকাঠি আজকাল