• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

মাদকের বিরুদ্ধে লড়াইয়ের প্রত্যয় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৬ মে ২০১৯  

কাঠালিয়া প্রতিনিধিঃ মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের দৃঢ় প্রত্যয় ঘোষনা ও উন্নয়নের জন্য সকলের সহযোগীতা চাইলেন কাঠালিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এমাদুল হক মনির। তিনি আজ বৃস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগনের প্রথম মাসিক সভা ও অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্বের বক্তবে এ সহযোগীতা চাইলেন।
নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এমাদুল হক বলেন, মাদক সন্ত্রাস জঙ্গিবাদ বাল্য বিয়ে ও ইভটিজিংসহ সকল ধরনের সন্ত্রার্সী কর্মকান্ড কঠোর হাতে দমন করা হবে। উপজেলা নির্বাচনে সকল ধরনের ভুলের অবসান ঘটিয়ে অবহেলিত এ উপজেলাকে উন্নয়নের একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য জনপ্রতিনিধিসহ সকলের সহযোগীতা কামনা করেন তিনি।
অভিষেক সভা পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন। সভায় বিশেষ অতিথি ছিলেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান বদিউজ্জামান সিকদার ও নারী ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম।
সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন, শিশির দাস, এসএম আমিরুল ইসলাম, রবিউল ইসলাম কবির, কামরুজ্জামান লিটন, প্যানেল চেয়ারম্যান সোহেল জমাদ্দার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান উজির, থানা অফিসার ইনচার্জ এনামুল হক, প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি ও মফস্বল সাংবাদিক ফোরাম সভাপতি ফারুক হোসেন খান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তাপস কুমার তালুকদার, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মাসুদউল আলম, কৃষি অফিসার শহীদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী এলজিইডি বিপুল চন্দ্র অধিকারী, সমাজ সেবা অফিসার পার্থ সারথী দেউরী, নির্বাচন অফিসার জয়ন্তী রানী চক্রবর্তী, শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহম্মেদুর রহমান ও জাইকা প্রতিনিধি রিয়াজুল ইসলাম প্রমূখ।
উপজেলা চেয়ারম্যান এমাদুল হক মনির আরো বলেন, বিষখালী নদীতে বেরিবাধ, কাঠালিয়া সদরে একটি ২০ শয্যা হাসপাতাল ও কাঠালিয়া পাইলট গালর্স স্কুল এন্ড কলেজ, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ে যাবার সড়ক নির্মাণ করার ব্যবস্থা নেওয়া হবে।

 

ঝালকাঠি আজকাল