• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

মাঠে নামছেন সাকিব আল হাসান

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৮ মার্চ ২০২০  

নিষেধাজ্ঞার চার মাসের মাথায় ক্রিকেট খেলতে মাঠে নামছেন সাকিব আল হাসান। তবে আন্তর্জাতিক বা ঘরোয়া ক্রিকেটে নয়, খেলবেন একটি চ্যারিটি ম্যাচ।

জুয়াড়ির প্রস্তাব গোপন করার দায়ে গত বছরের ২৯ অক্টোবর সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের নিষেধাজ্ঞা পান সাকিব আল হাসান। তবে এর মধ্যে এক বছর হলো স্থগিত নিষেধাজ্ঞা। ফলে চলতি বছরের ২৯ অক্টোবর দেশসেরা অলরাউন্ডারের মাঠে ফেরার দিনক্ষণ গুনছিল সাকিব ভক্তরা। তবে এ মাসে সবুজ ক্যানভাসে নামবেন সাকিব। এমনটা নিজেই জানিয়েছেন সাকিব।

অস্ট্রেলিয়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব স্পোর্টস অ্যান্ড এডুকেশনের (এবিএএসই) আমন্ত্রণে ২৮ মার্চ মেলবোর্নে একটি চ্যারিটি ম্যাচ খেলবেন সাকিব আল হাসান। ম্যাচটিতে মুখোমুখি হবে মেলবোর্ন ও সিডনি। ভিক্টোরিয়া প্রেস্ট সিটি ওভালে অনুষ্ঠেয় ম্যাচে সাকিব খেলবেন মেলবোর্নের হয়ে। নিষিদ্ধ হওয়ার পর বিভিন্ন ক্রীড়া সংশ্লিষ্ট অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সাকিব। খেলেছেন ফুটবলও। তবে অক্টোবরের পর ক্রিকেট খেলতে নামছেন এই প্রথম।

এবিএএসইর ফেসবুক পেজ থেকে এক ভিডিওবার্তায় সাকিব বলেন, ‘আশা করি সবাই ভালো আছেন। অস্ট্রেলিয়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব স্পোর্টস অ্যান্ড এডুকেশনের আমন্ত্রণে ইন্ডিপেন্ডেন্স ডে চ্যারিটি ক্রিকেট ফেস্টিভালে অংশ নিতে আমি আসছি মেলবোর্নে। আশা করি আপনাদের সবার সঙ্গে দেখা হবে।’

এবিএএসই আয়োজিত চ্যারিটি ম্যাচটি খেলতে কোনো বাধা নেই সাকিবের। ইন্ডিপিন্ডেন্স ডে ক্রিকেট ফেস্টিভাল নামে মাঠে গড়াবে এ চ্যারিটি ম্যাচটি। এবিএএসই নামের এ সংস্থার উপদেষ্টা বাংলাদেশের সাবেক অধিনায়ক ও প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম।

ঝালকাঠি আজকাল