• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

মন্ত্রীপরিষদ সচিবের সাথে করোনা পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্স

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৪ মার্চ ২০২০  

ঝালকাঠি প্রতিনিধি: মন্ত্রী পরিষদের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বাংলাদেশের বিভাগ ও জেলা পর্যায়ের জেলার জেলা প্রশাসকদের সাথে করোনা ভাইরাস পরিস্থিতির সর্বশেষ বিষয় নিয়ে দিক নির্দেশনামূলক ভিডিও কনফারেন্স করেছে। মঙ্গলবার বিকেল ৩ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সে জেলা প্রশাসক মোঃ জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার, সেনাবাহিনীর লেফটেনেন্ট কর্নেল সরোয়ার ও মেজর ইমতিয়াক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ আরিফুল ইসলাম, এনএসআই এর সহকারী পরিচালক আঃ কাদের সহ প্রশাসন স্তরের কয়েকজন শীর্ষ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

মন্ত্রী পরিষদ সচিব স্পষ্ট করেছেন সরকার ছুটি ঘোষনা করেছে বেড়ানো বা পিকনিক করার জন্য নয়। যে যে বিভাগে কর্মরত আছেন তাকে তার কর্মস্থলের বাসায় থাকতে হবে এবং প্রয়োজন হলে তাকে ডাকা হবে। লঞ্চ, ট্রেন, বাস বন্ধ করা হয়েছে তাবে পণ্য পরিবহন চলবে। সকল জেলায় পিপি সরবরাহ নিশ্চিত করা হচ্ছে এবং পর্যাপ্ত সরবারহ করার জন্য সরকারের কাছে রয়েছে ধারাবাহিক ভাবে সকল জেলায় চাহিদা অনুযায়ী বিতরণ করা হচ্ছে।

ঝালকাঠি জেলায় ভিক্ষুক ও দিনমজুরদের জন্য চাল টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে। জেলা প্রশাসকদের ইউনিয়ন ভিত্তিক তালিকা নিয়ে তাদের মধ্যে বিতরণ করা হবে। অনুরুপ ভাবে পৌরসভা ও সিটি কর্পোরেশনের এই শ্রেণীভুক্ত ব্যক্তিদের জন্য এই সহায়তা পৃথক ভাবে বরাদ্ধ দেওয়া হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী এই পরিস্থিতিতে জেলা প্রশাসনকে সহয়াতা করার জন্য তৈরি রয়েছে এবং তারা প্রশাসনের চাহিদা অনুাযয়ী মোতায়ন করা হবে। তিনি সকলকে সচেতনতা ও সতর্কতা অবলম্বন করে ধর্য্যরে সাথে এই পরিস্থিতি মোকাবেলা করার আহবান জানন। তিনি আরো স্পষ্ট জানান এই লকডাউন করা হচ্ছে মানুষকে সুধুমাত্রা তাকে তার ঘরে অবস্থান করার জন্য।

 

ঝালকাঠি আজকাল