• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

মনোনয়ন দাখিল করলেন যে তারকারা

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮  

সারা দেশব্যাপী বইছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া। বিভিন্ন পেশাজীবী, রাজনীতিবিদ ও সাধারণ মানুষের পাশাপাশি এই হাওয়া লেগেছে মিডিয়ার তাকরাদের গায়েও।

এই নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন বেশ কয়েকজন তারকা। কিন্তু তাদের মধ্যে থেকে শেষ পর্যন্ত হাতে গোনা কয়েকজন বাদে অনেকেই মনোনয়ন পাননি।

ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে বেশ কয়েকজন তারকা মনোনয়ন সংগ্রহ করলেও শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন পান অভিনেতা আসাদুজ্জামান নূর, চিত্রনায়ক ফারুক ও কণ্ঠশিল্পী মমতাজ।

দেশের আরেক বৃহত্তম দল বিএনপি থেকেও বেশ কয়েকজন তারকা মনোনয়ন কিনলেও দলীয় টিকিট পেয়েছেন। এরা হলেন- কণ্ঠশিল্পী কনকচাঁপা, মনির খাঁন, বেবি নাজনীন, অভিনেতা হেলাল খান ও চিত্রনায়িকা শাহরিয়ার ইসলাম সায়লা।

এছাড়াও জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন এক সময়ের তুখোর ছাত্রলীগ নেতা চিত্রনায়ক সোহেল রানা (মাসুদ পারভেজ)। এরা প্রত্যেকেই নিজ নিজ এলাকার রিটাইনিং কর্মকর্তাদের কাছে মনোনয়ন দাখিল করেছেন।

গেল ২৮ নভেম্বর ছিল মনোনয়ন দাখিলের শেষ দিন। এদিন এই তারকা প্রার্থীরা নিজ নিজ এলাকায় গিয়ে তাদের মনোনয়নপত্র জেলা বা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তাদের কাছে মনোনয়ন জমা দেন।

 

1.মনোনয়ন দাখিল করলেন যে তারকারা

আওয়ামী লীগের হয়ে অভিনেতা আসাদুজ্জামান নূর গেল বুধবার নীলফামারী-২ (সদর) আসনের হয়ে জেলা রিটানিং অফিসার ও ডিসি নাজিয়া শিরিনের কাছে মনোনয়নপত্র জমা দেন। নূর এ আসন থেকে একাধারে চারবারের নির্বাচিত এমপি। তিনি বর্তমানে সংস্কৃতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

 

2.মনোনয়ন দাখিল করলেন যে তারকারা

মানিকগঞ্জ-২ আসন থেকে নির্বাচনে অংশ নিবেন কণ্ঠশিল্পী মমতাজ। তিনি এ আসনটির বর্তমান এমপি। সিংগাইর, হরিরামপুর ও সদর উপজেলার একাংশ নিয়ে এ আসনটি গঠিত। গেল ২৮ নভেম্বর মানিকগঞ্জ জেলা রিটানিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন মমতাজ।

 

3.মনোনয়ন দাখিল করলেন যে তারকারা

এ দুজন ছাড়াও আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের একাংশের সভাপতি জনপ্রিয় চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক ওরফে মিয়া ভাই। তিনি গাজীপুর-৫ (কালীগঞ্জ-গাজীপুর মহানগর-সদর আংশিক) আসনের প্রার্থী হতে মনোনয়ন সংগ্রহ করলেও দলটি থেকে ঢাকা-১৭ (গুলশান, বনানী, ঢাকা সেনানিবাস ও ভাষানটেকের কিছু অংশ) মনোনয়ন দেয় তাকে। তিনি এ আসনটির জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানা গেছে।

 

4.মনোনয়ন দাখিল করলেন যে তারকারা

এদিকে বিএনপি থেকে মনোনয়ন সিরাজগঞ্জ-১ (কাজীপুর) আসনটিতে ধানের শীষ প্রতীকে নির্বাচনের লক্ষে গেল বুধবার জেলা রিটানিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন কণ্ঠশিল্পী রুমনা মোর্শেদ কনকচাঁপা।

 

5.মনোনয়ন দাখিল করলেন যে তারকারা

এছাড়া এদিন ঝিনাইদহ-৩ (মহেশপুর- কোটচাদপুর) এলাকায় বিএনপির প্রার্থী হিসেবে ইউএনও ও সহকারী রিটাইনিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করেন মনির খান।

গেল ২৮ নভেম্বর বিএনপির প্রার্থী হতে আরো মনেনয়নপত্র দাখিল করেছেন বেবি নাজনীন, হেলাল খান ও শাহরিয়ার ইসলাম সায়লা।

 

6.মনোনয়ন দাখিল করলেন যে তারকারা

এদের মধ্যে বেবি নাজনীন নীলফামারী-৪ (সৈয়দপুর- কিশোরগঞ্জ) থেকে নির্বাচনের লক্ষে জেলা রিটানিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করেন।

 

7.মনোনয়ন দাখিল করলেন যে তারকারা

এছাড়া হেলাল খান সিলেট-৬ (বিরিয়ানী বাজার) আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচনের উদ্দেশ্য জেলা রিটানিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন।

 

8.মনোনয়ন দাখিল করলেন যে তারকারা

এদিকে ফরিদপুর -৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রসন) আসনে বিএনপি থেকে নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন শাহরিয়ার ইসলাম শায়লা।

 

9.মনোনয়ন দাখিল করলেন যে তারকারা

দেশের বড় দুই দলের বাহিরেও আরেক বৃহত্তম দল জাতীয় পার্টি হয়ে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনটিতে লাঙ্গল প্রতীকে নির্বাচনের উদ্দেশ্য গেল বুধবার জেলা রিটানিং অফিসারের নিকট ম‌নোনয়ন পত্র দা‌খিল ক‌রেন চিত্র নায়ক মাসদ পারভেজ ওরফে সোহেল রানা।

মনোনয়নপত্র দাখিল করার পরও এখনো অনেক হিসাব-নিকেশ বাকী রয়েছে। এই আসনগুলোর বেশ কয়েকটিতে দলীয় কৌশল স্বরূপ একাদিক প্রার্থীকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। আবার কোথাও আওয়ামী লীগের একাধিক প্রার্থী না থাকলেও মহাজোটের প্রার্থী রয়েছে। তাই এই মহূর্তেই বলা যাচ্ছে না ভোটের লড়াইয়ে শেষ পর্যন্ত প্রার্থী হতে পারবেন কিনা এই তারকারা। এদের মধ্যে প্রার্থী হয়ে শেষ হিসেব-নিকেশে কে কে টিকে থাকবে তা জনতে হলে অপেক্ষা করতে হবে প্রার্থী যাচাই-বাছাই ও মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ পর্যন্ত।

ঝালকাঠি আজকাল