• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

মক্কা-মদিনায় নতুন ইমাম ও খতিব যারা

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৯  

 

মুসলিম উম্মাহর প্রাণকেন্দ্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে নতুন করে ছয়জন ইমাম ও খতিব নিয়োগ দেওয়া হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) হারামাইন কর্তৃপক্ষের প্রধান শাইখ আবদুর রহমান আস-সুদাইস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। ছয়জনের তিনজন মক্কায় ও তিনজন মদিনায় নিয়োগ পেয়েছেন। 

মক্কায় নিয়োগপ্রাপ্ত তিনজন হলেন- শাইখ আবদুল্লাহ জুহানি, শাইখ বানদার বালিলাহ ও শাইখ ইয়াসির দাউসারি। প্রথম দুজন নিয়োগ পেয়েছেন খতিব হিসেবে। দীর্ঘদিন যাবত তারা পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়াও তারাবির নামাজের ইমামতি করেছেন। এখন থেকে জুমার মিম্বরেও দেখা যাবে তাদের। আর শাইখ ইয়াসির বিগত তিন বছর যাবত নিয়মিত তারাবি পড়িয়েছেন। এখন থেকে শিডিউল অনুসারে পাঁচ ওয়াক্ত নামাজের ইমামতিতেও দেখা যাবে তাকে।

মদিনায় নিয়োগপ্রাপ্ত তিনজন হলেন- শাইখ আহমাদ তালিব হুমাইদ, শাইখ খালিদ আল-মুহান্না ও শাইখ আহমাদ বিন আলি আল-হুযাইফি। শেষোক্ত দুজনই বিগত তিন বছর ধরে মসজিদে নববিতে তারাবির নামাজ পড়িয়ে আসছেন। আর শাইখ আহমাদ তালিব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানোর পাশাপাশি এখন জুমার খুতবাও প্রদান করবেন।

ঝালকাঠি আজকাল