• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৯  

পুড়েই চলেছে অস্ট্রেলিয়া। নিউ সাউথ ওয়েলসের ১৬০টির বেশি স্থানে আগুন ছড়িয়ে পড়ার পর দাবানল ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা কর্তৃপক্ষের। 
ইতোমধ্যে কয়েক হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। শুষ্ক আবহাওয়ার কারণে সিডনিসহ দেশটির পূর্বাঞ্চলীয় উপকূলে আগুন ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। দাবানলে কোনো বাংলাদেশি হতাহত না হলেও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন প্রবাসী ব্যবসায়ীরা। 

তীব্র দাবালনে পুড়ছে অস্ট্রেলিয়া। নিউ সাউথ ওয়েলসসহ সিডনির বেশ কিছু এলাকা আগুনে পুড়ে যাচ্ছে। যদিও অস্ট্রেলিয়ার অর্ধেকের বেশি জনসংখ্যা সিডনিতে থাকে। একই সঙ্গে বাংলাদেশিরা বেশিভাগ এই শহরেই থাকে। সর্বশেষ আগুনে পুড়ে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই এলাকায় আগামী এক সপ্তাহের জন্য জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ।

জানা গেছে, গতকয়েক দশকে অস্ট্রেলিয়া এরকম আগুন কখনো দেখেনি। যার কারণে পানি দিয়েও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে না। স্থানীয় বাসিন্দাদের ঘর বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বলেছে কর্তৃপক্ষ। 

এ ঘটনায় অস্ট্রেলিয়ার প্রায় ৬শ স্কুল কলেজ বন্ধ রয়েছে। 

 

ঝালকাঠি আজকাল