• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ভাড়া দিতে দেরি করায় পানির সংযোগ বিচ্ছিন্ন করলেন বিএনপির কাউন্সিলর

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২০  

 


করোনাভাইরাসের এই মহামারির সময় চট্টগ্রামে ফ্ল্যাট ভাড়া দিতে বিলম্ব হওয়ায় ভাড়াটিয়াদের পানির সংযোগ লাইন বিচ্ছিন্ন করে দিয়েছেন চট্টগ্রামে বিএনপির মহানগর কমিটির সদস্য ও সিটি করপোরেশনের কাউন্সিলর।

মঙ্গলবার রাতে নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জাবেদের মালিকানাধীন চৌমুহনী জাবেদ টাওয়ারে এই সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

জাবেদ টাওয়ারে বসবাসকারীরা জানান, তারা প্রতি মাসের শুরুতেই ফ্ল্যাট ভাড়া পরিশোধ করে আসছেন। কিন্তু গত মাসে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর লকডাউনের কারণে তারা আর্থিক সমস্যা আছেন। এই সমস্যার কথা তারা কাউকে বলতেও পারছেন না। ফ্ল্যাট ভাড়া সময়মতো পরিশোধ করতে না পারায় বাড়ির ব্যবস্থাপক তাদের কটূকথা বলতেও ছাড়েন না। ভাড়া দিতে দেরি হওয়ায় পানির সংযোগ কেটে দেওয়া অমানবিক।

এ ব্যাপারে বক্তব্য জানতে সিটি করপোরেশনের কাউন্সিলর মো. জাবেদকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন কেটে দেন।

জাবেদ টাওয়ারের ব্যবস্থাপক মো. ইউসুফ জানান, গত মাস থেকে ফ্ল্যাটের বাসিন্দাদের মধ্যে কয়েকজন ভাড়া পরিশোধ না করায় কাউন্সিলর তাকে গালাগাল করেন। এরপর তিনি পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেন। সংযোগ বিচ্ছিন্ন করার পর কয়েকজন ভাড়া পরিশোধ করেছেন। এ ভবনে প্রায় ২৫টি পরিবার বাস করেন।

এ বিষয়ে সহকারী পুলিশ কমিশনার শৃমা চাকমা জাবেদ টাওয়ারের বসবাসকারীদের ডবলমুরিং থানায় এসে যোগাযোগ করার পরামর্শ দেন।

ঝালকাঠি আজকাল