• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ইলিশে ভোজন

ভাপা দই-পোস্ত ইলিশ

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৯  

উপকরণঃ

ইলিশ মাছ-৩ টুকরো, টকদই-১/২ কাপ, সাদা সরিষা-১ চা চামচ, কালো সরিষা-১ চা চামচ, পোস্ত দানা-১ চা চামচ, হলুদ গুড়া-১/২ চা চামচ, শুকনো মরিচ গুড়া- ১ চা চামচ, আস্ত কাঁচা মরিচ-৬ টি, পেয়াজ বাটা-১/২ কাপ, কালো জিরা-১/২ চা চামচ, সরিষার তেল-১/৩ কাপ, লবণ- স্বাদমতো,পানি-২ টেবিল চামচ, চিনি-১ টেবিল চামচ।     

প্রণালীঃ

সাদা-কালো সরিষা, পোস্ত দানা, ২টি কাঁচা মরিচ ও সামান্য লবণ একসঙ্গে ব্লেন্ড করে  নিন। পানি ছাড়া সব উপকরণ একত্রে মিশিয়ে একটি পেষ্ট তৈরী করে নিন। এর মধ্যে মাছ মাখিয়ে ১৫ মিনিট রেখে দিন। পানি এ্যাড করুন। এবার মাছগুলো একটা হিট রেজিস্টান্স (তাপ সহ্য করতে পারে এমন) বাটিতে ঢেলে মুখ বন্ধ করে দিন। প্যানে পানি দিয়ে এ বাটিটি বসিয়ে (বাটিটির ১/৩ অংশ ডুবে থাকবে এমন পরিমান পানি দিবেন) উপরে একটা ওজন চাপা দিন। প্যানের মুখ বন্ধ করে ১/২ ঘন্টা মৃদু আঁচে রান্না করুন। সুগন্ধ বের হলে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে ভাপা দই পোস্ত ইলিশ- আহা আর কি লাগে।
     
     

ঝালকাঠি আজকাল