• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

বৃহস্পতির বুকে সাড়ে চার হাজার কোটি বছরের ক্ষত

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৮ আগস্ট ২০১৯  

সাড়ে চার হাজার কোটি বছর আগে বৃহস্পতি গ্রহের সঙ্গে ধাক্কা লেগেছিল অন্য আরেকটি পাথুরে গ্রহের। ফলে ক্ষত সৃষ্টি হয়েছিল গ্রহের গায়ে। এতগুলো বছর কেটে যাওয়ার পর এখনও শুকোয়নি সেই ঘা।

সম্প্রতি গবেষকদের দাবি, সেই পুরনো ক্ষত বুকে নিয়েই নিজের কক্ষপথে ঘুরছে বৃহস্পতি। বিজ্ঞানীদের আরও দাবি, সারতে আরও কয়েক হাজার বছর লেগে যেতে পারে। কারণ যে গ্রহের সঙ্গে ধাক্কা লেগেছিল বৃহস্পতির সেই গ্রহ প্রচণ্ড পাথুরে ও ভারি ছিল।

রাইস ইউনিভার্সিটি এবং চীনের সান ইয়াত-সন ইউনিভার্সিটির জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন, জুনোর ঘনত্ব এর জন্য দায়ী। এই ঘনত্বের পরিবর্তন ঘটে ধাক্কা লাগার ফলে। সেই ঘনত্ব আজও পুরনো অবস্থায় ফিরে যেতে পারেনি। বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, শুরুতে বৃহস্পতিও একটি পাথুরে, বরফে ঢাকা গ্রহ ছিল। যা পরে সূর্যের তাপে উষ্ণতা ফিরে পায়। বরফ গলে তার। চারপাশে তৈরি হয় ঘন বায়ুমণ্ডলের আস্তরণ।

এই ঘনত্ব এতটাই বেশি যে, তাকে ভেদ করে আসতে যথেষ্ট শক্তির প্রয়োজন ছিল অন্য গ্রহের। সেটি পাথুরে হওয়ায় তীব্র বেগে তা আছড়ে পড়ে বৃহস্পতির গায়ে। যার থেকে তৈরি হয় এই ক্ষত।

ঝালকাঠি আজকাল