• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

‘বুলবুল’: গাছ পড়ে কলকাতায় নিহত ১

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৯ নভেম্বর ২০১৯  

 


ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে তীব্র বাতাস ও বজ্রবৃষ্টির মধ্যে কলকতায় ১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (০৯ নভেম্বর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
কর্তৃপক্ষের বরাত দিয়ে খবরে বলা হয়, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে পশ্চিমবঙ্গে বজ্রবৃষ্টি হচ্ছে। গাছ উপড়ে পড়ার কারণে একজন নিহত হয়েছেন। একইসঙ্গে সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। ঘণ্টাখানেক আগে শুরু হওয়া বৃষ্টির কারণে বহু সড়ক তলিয়ে গেছে পানির নিচে।
আবহাওয়া অফিস আশঙ্কা করছে, পশ্চিমবঙ্গে ১৩৫ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় বুলবুল। তাই উপকূলবর্তী এলাকায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। শেষ খবর পর্যন্ত বুলবুল অবস্থান করছে বঙ্গোপসাগরের ওপর। ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড়ের গতিপথের।
এদিকে রাজ্যের প্রশাসন ভবন নবান্নে শুক্রবার রাত থেকেই খোলা হয়েছে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম।
কলকাতার মেয়র ফিরাদ হাকিম ও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রাজ্যের পরিস্থিতির ওপর নজর রাখছেন।
মুখ্যমন্ত্রী মমতা নাগরিকদের আতঙ্কিত না হয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
এদিকে, পশ্চিমবঙ্গের স্কুল, কলেজ ও আঙ্গনওয়াড়ি সেন্টারগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। উপকূল থেকে প্রায় ১ লাখ ২০ হাজারের মতো মানুষ সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে।

ঝালকাঠি আজকাল