• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

বিশ্বের সবচেয়ে বড় মশার সন্ধান মিললো চীনে

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৯  

মশাকে আমরা সাধারণরত কামড় খেয়েই চিনে থাকি। তবে মশার আকারে হয়ত তেমন হেরফের না দেখা গেলেও এবার চীনে সন্ধান মিলল বিশ্বের সবচেয়ে বড় মশার।

চীনের সিচুয়ার প্রদেশে সবচেয়ে বড় মশার সন্ধান পেয়েছেন দেশটির গবেষকরা। মশাটির প্রতিটি পাখার দৈর্ঘ্য ১১ দশমিক ১৫ সে.মি. বলে জানা গেছে।

এ ব্যাপারে পশ্চিম চীনের পতঙ্গ মিউজিয়ামের প্রধান জাও লি বলেন, মশাটি বিশ্বের সবচেয়ে বড় প্রজাতির মশা হলোরুশিয়া মিকাডো প্রজাতির। গত বছরের আগস্টে একটি মাঠে ভ্রমণের সময় মশাটিকে অবিষ্কার করা হয়। এরপর এটিকে পতঙ্গ জাদুঘরে নিয়ে আসা হয়।

জাও লি আরো বলেন, এই প্রজাতির মশা রক্ত খায় না। তারা খুব কম দিনই বেঁচে থাকে। তাদের মূল খাবার হলো ফুলের রস। বিশেষ করে পানি খেয়েও ওরা জীবনধারণ করে। বিশ্বে হাজার হাজার প্রজাতির মশা রয়েছে। এদের মধ্যে মাত্র ১০০ প্রজাতির মশা রক্ত পান করে জীবন ধারণ করে।

উল্লেখ্য, ১৮৭৬ সালে জাপানে জন ওবাদিয়া এই হলোরুশিয়া মিকাডো প্রজাতির মশা প্রথম আবিষ্কার করেন। ওই মশার পাখার দৈর্ঘ্য সাধারণত ৮ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে।

ঝালকাঠি আজকাল