• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

বিশ্বব্যাপী ফেসবুক ডাউন,সমস্যার সম্মুখীন ব্যবহারকারীরা

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৪ আগস্ট ২০১৯  

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। রোববার (৪ আগস্ট) সন্ধ্যার পর থেকে বাংলাদেশসহ বিশ্বের বেশ কিছু দেশে ব্যবহারকারীরা সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেকেই লগ ইন করতে পারছেন না। অনেকেই কোনো কিছু শেয়ার করতে পারছেন না।

জানা গেছে, ফেসবুকে লগ-ইন করা, মেসেঞ্জারে কিছু পাঠানো, অ্যাটাচ করা, শেয়ার করা বা কমেন্ট করার ক্ষেত্রে সমস্যায় পড়ছেন ব্যবহারকারীরা। আবার ঢুকতে পারলেও কখনো কখনো পোস্ট দেয়া কিংবা কনটেন্ট আপলোড করতে গিয়ে বিপত্তিতে পড়তে হচ্ছে ব্যবহারকারীদের।

ইন্টারনেট ঘেঁটে দেখা যায়, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স থেকে শুরু করে পাকিস্তানেও একই সমস্যায় পড়েছেন ব্যবহারকারীরা। বিভিন্ন জনপ্রিয় ওয়েবসাইট মনিটর করা ডাউন ডিটেক্টর ডট কমের তথ্য অনুযায়ী এ সমস্যাটি শুরু হওয়ার পর থেকেই প্রায় ৬৭৩টি সমস্যায় পড়া ব্যবহারকারীদের রিপোর্ট জমা পড়েছে।

ওয়েবসাইট ডাউন ডিটেক্টরে ফেসবুক ও ইনস্টাগ্রামের করিগরি ত্রুটি ধরা পড়েছে। তবে সমস্যার কথা এখনও স্বীকার করেনি ফেসবুক কতৃপক্ষ। কী কারণে এই সমস্যা দেখা দিয়েছে, তা এখনও জানা যায়নি। অনেক ব্যবহারকারী সঠিক ইউজার ও পাসওয়ার্ড দিয়েও ফেসবুকে প্রবেশ করতে পারছেন না বলে জানিয়েছেন।

ফেসবুক ব্যবহার করতে না পারার কথা অনেকেই টুইটারে পোস্ট করে জানিয়েছেন। বিষয়টি নিয়ে ইতিমধ্যে টুইটারে #facebookdown হ্যাসট্যাগের মাধ্যমে সমস্যার কথা জানাচ্ছেন ব্যবহারকারীরা।

ঝালকাঠি আজকাল