• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে রপ্তানি শুরু

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৪ জুন ২০২০  

করোনাভাইরাস ঠেকাতে দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানির পাশাপাশি বুধবার শুরু হয়েছে রপ্তানি কার্যক্রম। এর আগে ১৩ জুন শুরু হয় আমদানি কার্যক্রম। আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হওয়ার ফলে বন্দরে ফিরেছে প্রাণ চাঞ্চল্য। ঘুরছে পাথর ক্র্যাশিং মেশিনের চাকা। সেই সাথে শুরু হয়েছে রাজস্ব আয়। 

করোনা সংকট মোকাবেলায় গত মার্চ মাসে বন্দরটি বন্ধ হয়ে যায়। কর্মহীন হয়ে পড়ে ব্যবসায়ী, সিএন্ড এফ এজেন্টসহ বন্দর সংশ্লিষ্ট মানুষ। গত ১৩ জুন বন্দরটিতে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে আমদানি কার্যক্রম শুরু হয়। 

বাংলাবান্ধা স্থলবন্দর আমাদানি রপ্তানিকারক এসোসিয়েসনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা জানান, জেলা প্রশাসনের স্বাস্থ্যবিধি ও বিভিন্ন নির্দেশনা মেনে আমদানি রপ্তানি কার্যক্রম চলছে। কোভিট ১৯ ভাইরাস যাতে ছড়িয়ে পড়তে না পারে সে ব্যপারে সংশ্লিষ্টদের সচেতন করা হচ্ছে । 

ঝালকাঠি আজকাল