• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

বাংলাদেশ-জাপান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক আজ

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২১  

বাংলাদেশ ও জাপানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক আজ অনুষ্ঠিত হবে। এতে জাপানের কাছে কৌশলগত অংশীদারিত্ব চাইবে বাংলাদেশ।

বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রণালয় সূত্রে আরো জানা গেছে, করোনা পরিস্থিতির কারণে এবারের বৈঠক হবে ভার্চুয়ালি। এতে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আর জাপানের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র ভাইস মিনিস্টার হিরোশি সুজুকি।

প্রসঙ্গত, ২০১৬ সালে ঢাকায় এ দুই দেশের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। ২০১৮ সালে দ্বিতীয় বৈঠক হয় টোকিওতে। এবার তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে বৈঠক।

ঝালকাঠি আজকাল