• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

বর্ষার আগে চলমান সড়ক সংস্কার কাজ শেষ করার নির্দেশ

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৪ জুন ২০২০  

বর্ষা মৌসুম শুরুর আগে চলমান সড়ক সংস্কার কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পাশাপাশি বিভিন্ন প্রকল্পে কর্মরত শ্রমিকদের যথাসময়ে বেতন পরিশোধেরও নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

বৃহস্পতিবার (০৪ জুন) সকালে নিজ বাসভবন থেকে সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এ কথা বলেন ওবায়দুল কাদের। করোনা ভাইরাস স্বাস্থ্যবিধির প্রতি উদাসীনতা সংকটকে ঘনীভূত করতে পারে বলেও মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, অভিন্ন শত্রু করোনাবিরোধী লড়াইয়ে ঐক্যবদ্ধ প্রয়াসই সংকট সমাধানের মূলশক্তি।

কিছু কিছু গণপরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করছে এবং স্বাস্থ্যবিধি মেনে চলছে না বলে অভিযোগ পাওয়া যাচ্ছে জানিয়ে মন্ত্রী বলেছেন, সরকারি নির্দেশনা অমান্যকারী এসব পরিবহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী সরকারের সমালোচনাকে প্রতিদিনের রুটিনে পরিণত না করে জনগণের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনে বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান।

ভিডিও কনফারেন্সে মন্ত্রী সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তা ও প্রকৌশলীদের সড়ক-মহাসড়ক নির্মাণ ও সংস্কার কাজে গুণগতমান বজায় রেখে সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের অর্থের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের নির্দেশনা দেন।

এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী কাজী শাহরিয়ার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।

ঝালকাঠি আজকাল