• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

বর্তমান সরকার অসহায় মানুষের জীবনমান উন্নয়নে বদ্ধপরিকর: আমু

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২০ জুলাই ২০২০  

ঝালকাঠি প্রতিনিধিঃ ১৪ দলের কেন্দ্রীয় সমন্বয়ক ও মুখপাত্র এবং শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার অসহায়, অবহেলিত, বঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে বদ্ধপরিকর। এজন্য বিভিন্ন ধরনের ভাতা প্রবর্তনসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মানুষ ইতিমধ্যে তার সুফল ভোগ করছে।

আমির হোসেন আমু আজ ‘ভিডিও কনফারেন্স’ এর মাধ্যমে ঝালকাঠিতে সমাজসেবা অধিদফতরের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বয়ষ্ক, বিধবা ও প্রতিবন্ধীদের বর্ধিত ভাতার বই বিতরণ কর্মসূচি উদ্বোধনকালে এসব কথা বলেন। কর্মসূচির আওতায় দুই হাজার একশ উননব্বই (২,১৮৯) জন অসহায় নারী-পুরুষকে ভাতা বাবদ মোট এক কোটি বাষট্টি লাখ তিরানব্বই হাজার (১,৬২,৯৩০০০) টাকা দেয়া হবে।

সাবেকমন্ত্রী আমির হোসেন আমু চলমান করোনা পরিস্থিতিতে সবাইকে স্বাস্থ্যবিধিসহ সরকারি নির্দেশাবলী মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন।  

ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি খান আরিফুর রহমানের সভাপতিত্বে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রোজী আকতার, উপজেলা ভাইস-চেয়ারম্যান মঈন তালুকদার, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান পলাশ বক্তৃতা করেন। পরে ভাতা ভোগীদের হাতে বই তুলে দেয়া হয়।

ঝালকাঠি আজকাল