• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেফতার

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২০  

 

নারায়ণগঞ্জের বন্দরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেয়ায় গালিব হাসনাত (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে তাকে গ্রেফতার করা হয়।

এদিকে হাজী সিরাজউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি ও সাবেক কদমরসুল পৌর যুবলীগ নেতা জাকির হোসেন বাদী হয়ে তথ্যপ্রযুক্তি আইনে বন্দর থানায় এ মামলা করেন।

জানা গেছে, বন্দর উপজেলার হাজী সিরাজউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিনের ছেলে গালিব হাসনাত গত ২৮ জানুয়ারি তার গালিব হাসনাত (বেয়াদব) নামের একটি ফেসবুক আইডি থেকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর আপত্তিকর ছবি আপলোড করে ফেসবুকে পোস্ট করে সম্মানহানি করেন। এ ঘটনায় গত ২৪ ফেব্রুয়ারি সকালে উল্লেখিত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা স্কুল ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ বাদী হয়ে বন্দর থানায় আইসিটি আইনে মামলা করে।

বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, স্কুল কর্তৃপক্ষ কটূক্তিকারী গালিব হাসনাতকে আটক করে বন্দর থানায় সোপর্দ করেছে। এ ব্যাপারে বন্দর থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা করা হয়েছে।

ঝালকাঠি আজকাল