• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ফের বেপরোয়া রিজভী

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২১  

বিএনপি নেতা রুহুল কবির রিজভীর বেশকিছু কর্মকাণ্ডে বিরক্ত ও বিব্রত অবস্থায় পড়েছেন খালেদা জিয়াসহ দলটির সিনিয়র নেতারা। যেকোনো ইস্যুতে হুট করে সংবাদ সম্মেলন আর প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ঝটিকা মিছিল করায় বিব্রত দলটির শীর্ষস্থানীয় নেতারাও।

তাদের দাবি, এসব কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীরা রাজনীতির প্রতি দিন দিন নিরুৎসাহিত হচ্ছেন। সিনিয়র নেতারা ঘরমুখো হয়ে পড়ছেন। মিছিলে ১০ থেকে ১২ জন অংশ নিলে এর চেয়ে লজ্জার কি আছে? তার (রিজভীর) এসব কর্মসূচি প্রমাণ করে বিএনপির বর্তমান জনপ্রিয়তা। এতেই বুঝা যায় বর্তমানে নালিশ পার্টিতে পরিণত হয়েছে দলটি।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক সময়ের শীর্ষস্থানীয় এক নেতা বলেন, রুহুল কবির রিজভী মর্নিং ওয়ার্কের নামে যেসব কর্মসূচি পালন করছেন, তা একদমই ঠিক নয়। এগুলো রীতিমতো তামাশা ছাড়া আর কিছুই নয়।

রিজভীকে উদ্দেশ্য করে তারা আরো বলেন, তিনি যে এলাকায় মিছিল করেন সেখানে সংশ্লিষ্ট ইউনিটের দায়িত্বশীল নেতারা তার কর্মসূচি সম্পর্কে কিছুই জানেন না। বিষয়টি কেমন হলো? তাহলে তো ওই এলাকার নেতাদের বিশ্বাস করেন না রিজভী। আর তার সঙ্গে মিছিলে যে কয়েকজন লোক থাকে, তারাই বা কারা?

দলীয় সূত্র থেকে জানা গেছে, রিজভী সম্পর্কে দলের সিনিয়র নেতারা খালেদা জিয়ার কাছে এসব বিষয়ে নালিশ করলে এবং তিনি নিজেও এতদিন বিষয়টি পর্যবেক্ষণ করে রিজভীকে ফোন করে এ ধরনের কর্মসূচি পালন না করতে নির্দেশনা দেন। তার পরিবর্তে দফতরের দায়িত্ব দেন সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্সকে। কিন্তু তারেক রহমানকে ভুলভাল বুঝিয়ে আবারো দলের দায়িত্ব বাগিয়ে নেন রিজভী। ফলে তিনি এখন খালেদা জিয়ার কোনো কথাই তোয়াক্কা করছেন না।

ঝালকাঠি আজকাল