• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ফিলিপাইনের লাইব্রেরিতে বঙ্গবন্ধুর ওপর লেখা বই উপহার

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২০  

মুজিববর্ষ উপলক্ষে ফিলিপাইনের জাতীয় লাইব্রেরিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের ওপর লেখা শতাধিক বই উপহার দিয়েছে ম্যানিলার বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ম্যানিলার বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

ম্যানিলায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম ফিলিপাইনের জাতীয় লাইব্রেরির পরিচালক সিজার গিলবার্ট আদ্রিয়ানোর হাতে এসব বই তুলে দেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের ওপর লেখা শতাধিক বইয়ে মুজিববর্ষের লোগো মুদ্রিত ছিল। অধিকাংশ বই ইংরেজি ভাষায় রচিত। বাংলাদেশ দূতাবাস থেকে বই উপহার দেওয়ায় ফিলিপাইনের জাতীয় লাইব্রেরির পরিচালক সিজার গিলবার্ট আদ্রিয়ানো রাষ্ট্রদূতকে বিশেষ ধন্যবাদ জানান।

ঝালকাঠি আজকাল