• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

প্রাইভেটকারে মিলল ১৩৫৯ বোতল ফেনসিডিল, চারজন আটক

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২০  

 


রাজশাহীর গোদাগাড়ীতে দুটি প্রাইভেটকার থেকে ১৩৫৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‍্যাব। এ সময় চারজনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন- রাজশাহীর কাটাখালীর মো. ইউসুফ ওরফে বাবলু, রাজধানীর কেরানীগঞ্জের সোহেল কাজী, শরীয়তপুরের পালং উপজেলার আব্দুল গনি, পটুয়াখালীর গলাচিপার শামীম হোসেন।

সোমবার ভোরে ওই উপজেলার সুলতানগঞ্জ থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ইনচার্জ স্কোয়াড্রন লিডার সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ জানান, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল পাচার করার সংবাদ পেয়ে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী সড়কে টহল জোরদার করা হয়। বিশ্বরোড অতিক্রমের সময় প্রাইভেটকার দুটিকে থামার সংকেত দেয়া হয়। এ সময় চালকরা দ্রুতগতিতে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে গোদাগাড়ীর সুলতানগঞ্জে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ১৩৬৯ বোতল ফেনসিডিল, পাঁচটি মোবাইল ফোন, ৩১ হাজার টাকাসহ চারজনকে আটক করা হয়।

স্কোয়াড্রন লিডার মুরাদ আরো জানান, আটকরা দীর্ঘদিন ধরে প্রাইভেটকার ও বিলাসবহুল মাইক্রোবাসে করে দেশের বিভিন্নস্থানে মাদক পাচারে জড়িত। তাদের বিরুদ্ধে মামলা করে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

ঝালকাঠি আজকাল