• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে আবাসন প্রকল্প বিষয় ভিডিও কনফারেন্স

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৪ মে ২০২১  

ঝালকাঠি প্রতিনিধি: বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্রাধিকার প্রকল্প ঢালের পাড়ে নেমে যাওয়া ভূমিহীন পরিবারগুলিকে মাথা গোজার ঠিকানা তৈরি করে দেয়ার জন্য দেশজুড়ে আবাসন প্রকল্প করে পুণর্বাসন করা হচ্ছে। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে ঝালকাঠি জেলা প্রশাসনের ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এই কনফারেন্সে আবাসন প্রকল্পের জন্য খাস জমি উদ্ধার প্রক্রিয়া ত্বরান্বিত করে প্রকল্প তৈরি এবং বাস্তবায়ন করা। বাস্তবায়ন করার ক্ষেত্রে ত্রুটিপূর্ণ বিষয় পূনর্বিন্যাস করে প্রকল্প বাস্তবায়ন করাসহ সার্বিক বিষয় জেলা ও উপজেলা প্রশাসনের করণীয় বিষয়ের উপরে দিকনির্শেনা প্রদান করা হয়েছে।

ঝালকাঠি জেলায় ১০ কোটি ৪০ লাখ ৬০হাজার টাকা ব্যয়ে জেলার ৪ টি উপজেলায় ৯৪৬টি আবাসন প্রকল্পের আওতায় গৃহ নির্মাণের কাজ চলছে। ১ম পর্যায় ঝালকাঠি জেলার মধ্যে সদর উপজেলায় ৫১টি, নলছিটি উপজেলায় ৪০টি, রাজাপুর উপজেলায় ৩৩৩টি ও কাঠালিয়া উপজেলায় ৫০টি এই প্রকল্পভূক্ত ঘর নির্মাণ শেষ করে সুবিধভোগীদের পূণর্বাসন করা হয়েছে। ২য় পর্যায় ৪৭২টি ঘর নির্মাণের কাজ চলছে। এর মধ্যে ঝালকাঠি সদর উপজেলায় ১২টি,নলছিটি উপজেলায় ৯৫টি, রাজাপুর উপজেলায় ৩৭ টি ও কাঠালিয়া উপজেলায় ৩২৮টি আবাসন প্রকল্পের ঘর নির্মাণ বাস্তবায়নের কাজ চলছে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সে জেলা প্রশাসক মো. জোহর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আরিফুল ইসলাম, আতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এস এম ফরিদ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামাল হোসেন, ৪টি উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ,নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলার ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা সহ দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঝালকাঠি আজকাল