• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ইতিহাসের এই দিনে

প্রখ্যাত সাহিত্যিক আবুল ফজলের প্রয়াণ

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৪ মে ২০২০  

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়— যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানব সভ্যতার আশীর্বাদ-অভিশাপ।

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এইদিন’।

০৪ মে ২০২০, সোমবার। ২১ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৮০০ - কলকাতার ফোর্ট উইইলয়াম কলেজ প্রতিষ্ঠা হয়।
১৮০৭ - ফ্রান্স ও ইরানের মধ্যে ফিংকেষ্টাইন চুক্তি স্বাক্ষরিত হয়।
১৮৮৬ - শিকাগোর হে মার্কেটে বিশাল শ্রমিক সমাবেশে মার্কিন পুলিশ নির্মম নির্যাতন চালায় এবং আটজন শ্রমিক নেতাকে প্রাণদণ্ড দেয়।
১৯০৪ - পানামা খাল খননের কাজ শুরু।
১৯১৯ - চীনে ৪ মে আন্দোলন নামে সাম্রাজ্যবাদ ও সামন্তবাদ বিরোধী বিখ্যাত গণ-আন্দোলনের সূচনা।

জন্ম
১৭৩৩ - ফরাসী জ্যোর্তিবিদ জাঁ শার্ল বোর্দা।
১৮২৫- ইংরেজ জীববিজ্ঞানী হেনরী হক্সলি।
১৮৪৯- চিত্রশিল্পী ও সংগীতজ্ঞ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর।
১৯২৯ - খ্যাতিমান মার্কিন অভিনেত্রী অড্রে হেপবার্ন।

মৃত্যু
১৯৫৬- স্বাধীনতা সংগ্রামী পূর্ণচন্দ্র দাস।
১৯৫৭- কুখ্যাত ম্যাককার্টিযম দৃষ্টিভঙ্গির প্রবক্তা ও মার্কিন সিনেটর জোসেফ ম্যাক কার্টি।
১৯৬৬- বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী অতুলকৃষ্ণ ঘোষ।
১৯৬৭- মাস্টার দা সূর্যসেনের সহযোদ্ধা বিপ্লবী ইন্দুমতী সিংহ।
১৯৮০- যুগোস্লাভিয়ার রাষ্ট্রনায়ক মার্শাল ইয়োসিপ ব্রোজ টিটু।

১৯৮৩- প্রখ্যাত সাহিত্যিক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবুল ফজল।

১৯০৩ সালের ১৭ জুলাই চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়ায় জন্মগ্রহণ করেন তিনি। তিনি মূলত একজন চিন্তাশীল ও সমাজমনস্ক প্রবন্ধকার। তার প্রবন্ধে সমাজ, সাহিত্য, সংস্কৃতি ও রাষ্ট্র সম্পর্কে গভীর ও স্বচ্ছ দৃষ্টিসম্পন্ন মনোভাবের পরিচয় পাওয়া যায়। সাহিত্যে অবদানের জন্য ২০১২ সালে তাকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়। এছাড়াও তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৬২), প্রেসিডেন্ট সাহিত্য পুরস্কার (১৯৬৩), আদমজী সাহিত্য পুরস্কার (১৯৬০), নাসিরুদ্দীন স্বর্ণপদক (১৯৮০), মুক্তধারা সাহিত্য পুরস্কার (১৯৮১), আব্দুল হাই সাহিত্য পদক (১৯৮২), রাষ্ট্রীয় সাহিত্য পুরস্কার এবং সমকাল পুরস্কার লাভ করেছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে এবং বাংলাদেশ সরকারের শিক্ষা উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। আবুল ফজল চট্টগ্রামে ১৯৮৩ সালের ৪ মে মৃত্যুবরণ করেন।

১৯৯২- অর্থনীতিবিদ আখলাকুর রহমান।
১৯৯৩- কবি সানাউল হক।

ঝালকাঠি আজকাল