• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

পুঁজিবাজারে লেনদেন হাজার কোটি টাকা ছাড়ালো

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২১  

দেশের পুঁজিবাজারে রোববার (২৫ এপ্রিল) বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এ নিয়ে লকডাউনের মধ্যে পুঁজিবাজারে একাধিকবার লেনদেন হাজার কোটি ছাড়ানোর রেকর্ড গড়েছে।

জানা গেছে, আগের কার্যদিবসের চেয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৫৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩০ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৭৭ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ১৮৮ কোটি ৮৬ লাখ টাকা। আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ৮৮৩ কোটি ২৯ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৭ টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ২০১ টির, কমেছে ৭৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৮ টি শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯০৮ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২১৩ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ১১১ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৫৯৭ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেন হওয়া ২৩৬ টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৩৮ টির, কমেছে ৬১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭ টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ৬২ কোটি ৮৪ লাখ টাকা।

ঝালকাঠি আজকাল